ওআইসি: হানিয়াহকে হত্যা করে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ইসরাইল
(last modified Thu, 08 Aug 2024 11:46:21 GMT )
আগস্ট ০৮, ২০২৪ ১৭:৪৬ Asia/Dhaka
  • ওআইসি: হানিয়াহকে হত্যা করে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ইসরাইল

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি তেহরানে হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার কড়া নিন্দা জানিয়েছে এবং এই পাশবিক কর্মকাণ্ডের জন্য ইহুদিবাদী ইসরাইলি সরকারকে দায়ী করেছে।

বুধবার রাতে ওআইসিভুক্ত সদস্য দেশগুলো শহীদ 'ইসমাঈল হানিয়াহ'র হত্যার বিষয়ে এই সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের নির্বাহী কমিটির জরুরি বৈঠকের চূড়ান্ত বিবৃতিতে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর পাশবিক এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জোর দিয়ে বলেছে যে এটি ইরানের সার্বভৌমত্বের উপর সরাসরি আক্রমণ। পার্সটুডের মতে, এই বৈঠকের চূড়ান্ত বিবৃতিতে বলা হয়েছে,  হানিয়াহার হত্যা একটি আগ্রাসী অপরাধ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এই বিবৃতির আরেকটি অংশে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি অধিকৃত ফিলিস্তিনে যুদ্ধ অব্যাহত রাখা এবং গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যার নিন্দা জানিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলার ফলে এক লাখ ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হওয়ার পাশাপাশি আরো বহু সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছে এবং ২০ লাখেরও বেশি নাগরিকের জোরপূর্বক অভিবাসনের তীব্র নিন্দা করা হয়। এর আগে ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিব হোসেইন ইব্রাহিম ত্বহা এই বৈঠকে বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ধারাবাহিক অপরাধযজ্ঞ সব রীতিনীতি, আইন এবং আন্তর্জাতিক প্রস্তাবের লঙ্ঘন।

ইসলামিক সহযোগিতা সংস্থার মহাসচিব তেহরানে ইসরাইলের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ওপর আক্রমণ এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের বিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে নিরাপত্তা পরিষদকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এছাড়া ইসরাইল যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানায় এবং গাজায় আগ্রাসন বন্ধ করে সেখানে একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে তার জন্য দখলদার সরকারকে বাধ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।

ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের ধারাবাহিকতা, সেই সঙ্গে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিভিন্ন দেশে অব্যাহত আগ্রাসনের বিষয়ে তদন্তের এজেন্ডা নিয়ে বুধবার ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের নির্বাহী কমিটির জরুরি বৈঠক সৌদি আরবের জেদ্দা নগরীতে অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/এমবিএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ