গাজাবাসীকে অভুক্ত রাখার পক্ষে ইসরাইলি অর্থমন্ত্রীর বক্তব্য
স্মোটরিচের বক্তব্য ইসরাইলের জন্য আরেকটি কলঙ্ক বয়ে এনেছে: হামাস
ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর দায় স্বীকার করে যে বক্তব্য দিয়েছেন তা তেল আবিবের জন্য আরেকটি কলঙ্ক বয়ে এনেছে বলে মন্তব্য করেছে হামাস।
হামাসের পলিটব্যুরো সদস্য ইজ্জাত আর-রিশক এ সম্পর্কে বলেছেন, গাজাবাসীকে অভুক্ত রাখা একটি ‘ন্যায়সঙ্গত ও নৈতিক’ কাজ বলে স্মোটরিচ যে বক্তব্য দিয়েছেন তা আরেকবার প্রমাণ করেছে, ইহুদিবাদী ইসরাইল গাজায় গণহত্যা চালানোর পূর্ব পরিকল্পনা করে ময়দানে অবতীর্ণ হয়েছে।
রিশক আরো বলেন, আমরা এতদিন দেখে এসেছি, যেকোনো অপরাধী তার অপরাধকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। কিন্তু আমরা এখন এমন এক নির্লজ্জ শত্রুর মুখোমুখি হয়েছি যে ধৃষ্টতার সঙ্গে নিজের অপরাধ প্রচার করে বেড়ায়।
তিনি ইসরাইলের এই যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা জন্য আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইসরাইলি অর্থমন্ত্রী ও উগ্র ইহুদিবাদী নেতা স্মোটরিচ গত সোমবার এক বক্তব্যে বলেছিলেন, “হামাস যতদিন আমাদের পণবন্দিদের ছেড়ে না দিচ্ছে ততদিন গাজাবাসীকে অভুক্ত রাখার ন্যায়সঙ্গত ও নৈতিক অধিকার আমাদের রয়েছে।” পরে অবশ্য ইসরাইলের ভেতরেই এ বক্তব্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হওয়ার পর তিনি দাবি করেন, তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে এবং যা প্রচার করা হয়েছে তিনি তা বলতে চাননি।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/৯