ফজরের নামাজরত ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা, ১০০’র বেশি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i140448
ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একশ’র বেশি ফিলিস্তিনি শহীদ এবং বহু মানুষ আহত হয়েছেন। গাজা উপত্যকার একটি স্কুলে আশ্রয় নেয়া লোকজনের ওপর বিমান হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
(last modified 2025-08-13T13:01:58+00:00 )
আগস্ট ১০, ২০২৪ ১৩:০৩ Asia/Dhaka
  • ফজরের নামাজরত ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা, ১০০’র বেশি শহীদ

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একশ’র বেশি ফিলিস্তিনি শহীদ এবং বহু মানুষ আহত হয়েছেন। গাজা উপত্যকার একটি স্কুলে আশ্রয় নেয়া লোকজনের ওপর বিমান হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের পূর্বে আল-দারাজ এলাকার আল-তাবিঈন স্কুলে বিমান থেকে বোমা বর্ষণ করে। 

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, লোকজন যখন ফজরের নামাজ পড়ছিলেন তখন ইহুদিবাদী ইসরাইল সেখানে বিমান হামলা চালায়। এ কারণে সেখানে হতাহতের সংখ্যা অনেক বেশি হয়েছে। 

ওয়াফা নিউজ বলছে, ইসরাইল যে জাতিগত নির্মূল অভিযান ও গণহত্যা চালাচ্ছে তারই অংশ হিসেবে আজকের হামলা চালানো হয়েছে। গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের আগ্রাসনে অন্তত ৪০ হাজার মানুষ শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১০