নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রীর মধ্যে তীব্র মতবিরোধের খবর দিল মার্কিন গণমাধ্যম
(last modified Sat, 31 Aug 2024 11:46:11 GMT )
আগস্ট ৩১, ২০২৪ ১৭:৪৬ Asia/Dhaka
  • নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রীর মধ্যে তীব্র মতবিরোধের খবর দিল মার্কিন গণমাধ্যম

গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইউফ গ্যালান্টের মধ্যে তীব্র সংঘাতের কথা প্রকাশ করেছে আমেরিকার একটি গণমাধ্যম।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পার্সটুডে আমেরিকান নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসের বরাত দিয়ে জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বৈঠকে সালাদিন অক্ষের (ফিলাডেলফিয়া) মানচিত্র উপস্থাপন করে সেখানে তিনি তার নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেন যে ইসরাইলি সামরিক বাহিনীকে ওই অক্ষে থাকতে হবে। তবে ইসরাইলের যুদ্ধমন্ত্রী  ইউফ গ্যালান্ট এসময় তাকে আক্রমণ করেন এবং নেতানিয়াহুকে ইসরাইলি সেনাবাহিনীর উপর পরিকল্পনা চাপানোর জন্য অভিযুক্ত করেন।

ইহুদিবাদী শাসনের যুদ্ধ মন্ত্রী ইউফ গ্যালান্ট বলেছেন যে মন্ত্রিসভার যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি চাওয়া উচিত এবং এই চুক্তিটি বন্দীদের বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। কারণ যুদ্ধবিরতি চুক্তি তেল আবিবের জন্য একটি কৌশলগত মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

পার্সটুডে/এমবিএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ