ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে আন্তর্জাতিক আইন কি বলে?
(last modified Thu, 03 Oct 2024 03:50:32 GMT )
অক্টোবর ০৩, ২০২৪ ০৯:৫০ Asia/Dhaka
  • (ডানদিক থেকে) লেবাননে ইসরাইলি হামলায় শহীদ ইরানের সামরিক উপদেষ্টা শহীদ নিলফোরুশন এবং তেহরানে ইসরাইলি হামলায় শহীদ হামাস নেতা ইসমাইল হানিয়া
    (ডানদিক থেকে) লেবাননে ইসরাইলি হামলায় শহীদ ইরানের সামরিক উপদেষ্টা শহীদ নিলফোরুশন এবং তেহরানে ইসরাইলি হামলায় শহীদ হামাস নেতা ইসমাইল হানিয়া

পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক আইনে ঘোষিত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মঙ্গলবার রাতে ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে: ইসলামি প্রজাতন্ত্র ইরান নতুন করে ইসরাইলের যেকোনো ধরনের আগ্রাসী সামরিক তৎপরতার মোকাবিলায় নিজের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করতে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে এবং প্রয়োজনে এ ধরনের আরো হামলা চালাতে মোটেও কুণ্ঠিত হবে না।

অপারেশন ট্রু প্রমিজ-২ নিয়ে ব্রিটিশ, জার্মান ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। এসব ফোনালাপে তিনি বলেন: ওই হামলায় ইরান জাতিসংঘ ঘোষণার ৫১ নম্বর ধারা অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে মাত্র। এক্ষেত্রে ইরান কোনো বেসামরিক স্থাপনা নয় বরং ইসরাইলের নিরাপত্তা ও সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করেছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সাঈদ ইরাভানি ইসরাইলে তার দেশের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে বলেছেন: ইহুদিবাদী ইসরাইলের হাতে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন, তেল আবিবের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, আইআরজিসি কমান্ডার সাইয়্যেদ আব্বাস নিলফোরুশনের শাহাদাত এবং লেবানন ও ফিলিস্তিনের নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের রক্তপাতের ব্যাপারে বেশ কিছুদিন ধৈর্যধারণ করার পর ইরান অবশেষে গত মঙ্গলবার জাতিসংঘ ঘোষণা অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করে ইসরাইলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে অন্তত ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

জাতিসংঘ ঘোষণার ৫১ নম্বর ধারায় বলা হয়েছে: এই বিশ্ব সংস্থার কোনো সদস্য দেশ সশস্ত্র আগ্রাসনের শিকার হলে দেশটি আত্মরক্ষার স্বার্থে যদি পাল্টা ব্যবস্থা নেয় তাহলে সেটি আগ্রাসী দেশ হিসেবে চিহ্নিত হবে না বরং তার এ পদক্ষেপ হবে সম্পূর্ণ বৈধ।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।