সেনেগালের সরকারি ভবন থেকে ফরাসি নাম অপসারণ; সিরিয়ার ইদলিবে সাধারণ ধর্মঘট
https://parstoday.ir/bn/news/west_asia-i145916-সেনেগালের_সরকারি_ভবন_থেকে_ফরাসি_নাম_অপসারণ_সিরিয়ার_ইদলিবে_সাধারণ_ধর্মঘট
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত,হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত এবং ১২ হাজারের বেশি ভবন ধ্বংস হয়ে গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৫ ১৭:৫৫ Asia/Dhaka
  • সেনেগালের সরকারি ভবন থেকে ফরাসি নাম অপসারণ; সিরিয়ার ইদলিবে সাধারণ ধর্মঘট

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত,হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত এবং ১২ হাজারের বেশি ভবন ধ্বংস হয়ে গেছে।

সেনেগালের সরকারি ভবন থেকে ফরাসি নাম অপসারণ, লেবানন, সিরিয়া এবং গাজার উপর ইহুদিবাদী ইসরাইলি সরকারের হামলা,গাজার ৬০ ভাগ পরিবারের আশ্রয়ের সঙ্কট,সিরিয়ার ইদলিবে বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ী এবং কোম্পানিগুলোর  সাধারণ ধর্মঘট,লস অ্যাঞ্জেলেসে ১২ হাজারের বেশি কাঠামো ধ্বংস, সোমালিয়া এবং ইথিওপিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং ইতালি থেকে একজন বিশিষ্ট ইরানি নাগরিকের মুক্তি নিয়ে আজকের পার্সটুডের নিবন্ধন ছাপা হয়েছে।  

সরকারি ভবন থেকে ফরাসি নাম মুছে ফেলেছে সেনেগাল

ইমানুয়েল ইমানুয়েল ম্যাকরনের সাম্প্রতিক বক্তব্যের পর ফ্রান্স এবং সেনেগালের মধ্যে যে কূটনৈতিক সংকট দেখা দিয়েছে তারই ধারাবাহিকতায় সেনেগালের প্রেসিডেন্ট বাসিরো দুমাই ফায়েট রোববার  ঘোষণা করেছেন যে দেশের বুলেভার্ড এবং সরকারি ভবন থেকে ফরাসি নাম মুছে ফেলা হবে এবং সেনেগালের ঐতিহাসিক ব্যক্তিত্বদের নাম দিয়ে তা প্রতিস্থাপন করা হবে।

লেবাননসিরিয়া এবং গাজায় ইহুদিবাদী ইসরাইলি সরকারের হামলা

সোমবার সকালে ইরানের আরবী ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলম টিভি জানিয়েছে যে ইসরাইলের যুদ্ধবিমানগুলো সিরিয়া এবং দক্ষিণ লেবাননের অভ্যন্তরে হামলা চালিয়েছে। দখলদর বাহিনী নুসাইরাত ক্যাম্প, সাফতাউই এলাকা (উত্তর গাজা), শেখ রাদওয়ান পাড়া (উত্তর গাজা), শুজাইয়া এলাকা (পূর্ব গাজা) এবং গাজা উপত্যকার কেন্দ্রস্থলে অবস্থিত আল-বুরেইজ ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে।

যুদ্ধের পর গাজার ৬০ ভাগ পরিবারের কোনো আশ্রয় নেই

গাজা উপত্যকার ফিলিস্তিনি গৃহায়ন মন্ত্রণালয় ঘোষণা করেছে যে যুদ্ধের পর গাজার ৬০ শতাংশেরও বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ফিলিস্তিনের গৃহায়ন মন্ত্রণালয়ের মতে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলার ফলে এর আশেপাশের এলাকা,শহর এবং আবাসিক ভবন ধ্বংসের ফলে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে তার পরিমাণ কয়েক মিলিয়ন টন বলে অনুমান করা হচ্ছে। এদিকে,গাজায় বিদ্যমান সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসাবশেষ অপসারণ করা সম্ভব নয় কারণ ইসরাইলি বোমা হামলার ফলে এই সরঞ্জামগুলো বেশিরভাগই ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরিয়ার ইদলিবে ব্যবসায়ী ও কোম্পানিগুলোর সাধারণ ধর্মঘট

সিরিয়ার কিছু সূত্রের বরাত দিয়ে স্পুটনিক জানিয়েছে যে,উত্তর সিরিয়ার ইদলিবের আল-দানা এবং সারমাদা এলাকার ব্যবসায়ী,কোম্পানি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো জোলানির নেতৃত্বাধীন সশস্ত্র বিরোধীদের কর্মকাণ্ডের প্রতিবাদে একটি সাধারণ ধর্মঘট শুরু করেছে। এই সূত্রগুলোর অনুসারে,গোলানি শাসনামলের আমদানিকৃত পণ্যের উপর শুল্ক এবং কর বৃদ্ধির সিদ্ধান্তের পরে এই দেশব্যাপী ধর্মঘট পালন করেছে।

লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জন১২ হাজারের বেশি কাঠামো ধ্বংস

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে ২৪ জন নিহত, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত এবং ১২ হাজারের বেশি ভবন ধ্বংস হয়ে গেছে। একুওয়েদারের প্রাথমিক ধারনা অনুসারে,দাবানলের ফলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১৩৫ বিলিয়ন থেকে ১৫০ বিলিয়ন ডলারের মধ্যে। আমেরিকার সূত্র অনুসারে, সান ফ্রান্সিসকো শহরের চেয়েও বড় এলাকা এখন পর্যন্ত পুড়ে গেছে।

ইতালিতে আটক বিশিষ্ট ইরানি ব্যক্তিরা দেশে ফিরেছেন

ইতালিতে অবৈধভাবে আটক হওয়া বিশিষ্ট ব্যক্তি মোহাম্মদ আবেদিনিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় মুক্তি দেওয়া হয় এবং তিনি  রোববার রাতে তেহরানে পৌঁছান।

সিরিয়া বিষয়ক ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি নিয়োগ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এক ডিক্রিতে সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে মোহাম্মদ রেজা রউফ শেইবানিকে নিয়োগ করেছেন।#

পার্সটুডে/এমবিএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।