গাজায় জীবনসহ সবকিছু ফুরিয়ে আসছে: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i148324
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস ঘোষণা করেছে যে গাজা উপত্যকায় সবকিছু ফুরিয়ে আসছে যার মধ্যে সাহায্য,সময় এবং জীবনও রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৯, ২০২৫ ১৮:৪৭ Asia/Dhaka
  • গাজায় জীবনসহ সবকিছু ফুরিয়ে আসছে: জাতিসংঘ

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস ঘোষণা করেছে যে গাজা উপত্যকায় সবকিছু ফুরিয়ে আসছে যার মধ্যে সাহায্য,সময় এবং জীবনও রয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের মুখপাত্র জেন্স লর্ক বলেছেন, "গাজায় ইসরাইলি সরকারের কর্মকাণ্ড বর্বর অপরাধ।" পার্সটুডে অনুসারে,জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, " মানব জীবন এবং মর্যাদার প্রতি এক স্পষ্ট অবজ্ঞার সাক্ষী হচ্ছে গাজা উপত্যকা।"

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের একজন মুখপাত্রের মতে, ইসরাইলি শাসক কর্তৃক গাজার জনগণের দৈনিক জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশের ফলে পরিবারগুলোর বেঁচে থাকার সম্ভাবনা হ্রাস পাচ্ছে। একই সময়ে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার গাজায় ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য ইসরাইলি সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন।

১৮ মার্চ থেকে ইসরাইলি সরকার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক আক্রমণ পুনরায় শুরু করে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে আসছে। এই হামলাগুলোকে গাজা উপত্যকায় ইসরাইলি কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। গত জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র,মিশর এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও এটি ঘটছে।

জেরুজালেমের দখলদার শাসকগোষ্ঠী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে এক বিশাল গণহত্যা অভিযান শুরু করেছে যার ফলে ১,৬৩,০০০ এরও বেশি ফিলিস্তিনি শহীদ ও আহত হয়েছেন। সরকারি সূত্র অনুসারে, এই হামলার শিকারদের বেশিরভাগই নারী ও শিশু। এই হামলার ফলে ১৪,০০০ এরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।#

পার্সটুডে/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।