লিবারম্যান: মার্কিন-ইয়েমেন চুক্তি ইসরাইলের জন্য এক অবর্ণনীয় পতন
https://parstoday.ir/bn/news/west_asia-i149220-লিবারম্যান_মার্কিন_ইয়েমেন_চুক্তি_ইসরাইলের_জন্য_এক_অবর্ণনীয়_পতন
ইহুদিবাদী ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইয়েমেনিদের সাথে মার্কিন চুক্তিকে ইসরাইলের জন্য এক অবর্ণনীয় পরাজয় হিসেবে অভিহিত করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১২, ২০২৫ ১৯:০৯ Asia/Dhaka
  • লিবারম্যান: মার্কিন-ইয়েমেন চুক্তি ইসরাইলের জন্য এক অবর্ণনীয় পতন

ইহুদিবাদী ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইয়েমেনিদের সাথে মার্কিন চুক্তিকে ইসরাইলের জন্য এক অবর্ণনীয় পরাজয় হিসেবে অভিহিত করেছেন।

ইসরাইল আওয়ার হোম" দলের নেতা আভিগডোর লিবারম্যান রোববার এক বক্তৃতায় বলেন, "মানুষ যখন হামাসের বন্দীদশায় থাকে তখন এর অর্থ হচ্ছে আপনি তাদেরকে নির্মূল করতে পারছেন না। তবে বন্দিদের বিষয়ে উদাসীনও থাকতে পারেন না।" পার্সটুডে অনুসারে, 'লিবারম্যান জোর দিয়ে বলেছেন যে হামাসের সাথে আলোচনা হলেই দ্রুত শান্তির দিকে পরিচালিত করবে না, তবে আমরা এক বছর সাত মাস ধরে লড়াই করে আসছি এবং এটি শেষ করতে পারি নি এবং কোনো লক্ষ্য অর্জন করতে পারিনি।'

ইয়েমেনিদের সাথে মার্কিন চুক্তির কথা উল্লেখ করে লিবারম্যান বলেন, "এটি আমেরিকানদের সাথে ইসরাইলের সম্পর্কের একটি সংকট এবং ইসরাইলের জন্য একটি অবর্ণনীয় পতন।"

লিবারম্যান ইসরাইলি সমাজে বিদ্যমান অবিচারের কথাও তুলে ধরে বলেন, হারেদিদের বাধ্যতামূলক সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেয়ার খসড়া আইন এবং গাজায় ইসরাইলি বন্দীদের জন্য কোনো কিছু না করা বা তাদেরকে অবহেলা করা গুরুত্বপূর্ণ বিষয় যা ইসরাইলিদের মধ্যে বিভাজন বৃদ্ধি করবে এবং সমাজের ধ্বংস ডেকে আনবে।#
 

পার্সটুডে/এমবিএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।