ইহুদিবাদী জলদস্যুতার বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i149808-ইহুদিবাদী_জলদস্যুতার_বিরুদ্ধে_বিশ্বব্যাপী_পদক্ষেপ_নেওয়ার_আহ্বান
পার্সটুডে-ফিলিস্তিন সমর্থক কর্মীদের গ্রেপ্তার ও অপহরণের পর, ইসরাইলি সেনাবাহিনী ম্যাডেলিন জাহাজটিকে আশদোদ বন্দরে স্থানান্তর করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৯, ২০২৫ ১৭:৩৭ Asia/Dhaka
  • ম্যাডেলিন জাহাজে ফিলিস্তিনপন্থী কর্মীদের গ্রেপ্তার
    ম্যাডেলিন জাহাজে ফিলিস্তিনপন্থী কর্মীদের গ্রেপ্তার

পার্সটুডে-ফিলিস্তিন সমর্থক কর্মীদের গ্রেপ্তার ও অপহরণের পর, ইসরাইলি সেনাবাহিনী ম্যাডেলিন জাহাজটিকে আশদোদ বন্দরে স্থানান্তর করেছে।

পার্সটুডে আরও জানায়, ফ্রিডম ফ্লিট কোয়ালিশন (ম্যাডেলিন জাহাজ) রোববার সন্ধ্যায় ঘোষণা করেছে যে ইসরাইলি সৈন্যরা ম্যাডেলিন জাহাজে থাকা ফিলিস্তিনি সমর্থকদের অপহরণ করেছে। এর আগে, ইহুদিবাদী সংবাদ সংস্থা "ওয়ালা" জানিয়েছে যে শাসকগোষ্ঠীর সেনাবাহিনী চুপচাপ ম্যাডেলিন জাহাজটি আটক করার এবং এটিকে গাজা উপকূলে পৌঁছতে বাধা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। "ম্যাডেলিন" জাহাজ, ফিলিস্তিন সমর্থক কর্মী এবং সীমিত পরিমাণে মানবিক সহায়তা বহন করছে। ১ জুন দক্ষিণ ইতালির সিসিলি বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করে। "ম্যাডেলিন" জাহাজে ব্রিটেন, ফ্রান্স এবং সুইডেনসহ বিভিন্ন দেশের ১২ জন ফিলিস্তিনপন্থী কর্মী রয়েছেন।

ফিলিস্তিনিদের ক্ষোভ এবং ইহুদিবাদী জলদস্যুতার বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপের আহ্বান

পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন, ম্যাডেলিন জাহাজে ইহুদিবাদী ইসরাইলের নৃশংস হামলার কথা উল্লেখ করে জাহাজের বিরুদ্ধে জলদস্যুতাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন ম্যাডেলিন জাহাজের ওপর দখলদারদের হামলাকে প্রতিক্রিয়া জানিয়েছে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন ঘোষণা করেছে: ম্যাডেলিন জাহাজের বিরুদ্ধে জলদস্যুতা একটি যুদ্ধাপরাধ। এই অপরাধের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন এবং আন্তর্জাতিক সংহতি প্রয়োজন। হামাস ইতোপূর্বে এক বিবৃতিতে দখলদারদেরকে জাহাজের যাত্রীদের স্বাস্থ্যের জন্য দায়ী করে বলেছে: আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই অপরাধের নিন্দা জানাতে হবে।

হামাস ওই বিবৃতিতে ম্যাডেলিন জাহাজের ক্রুদের পদক্ষেপের প্রশংসা করেছে ইঙ্গিতে বর্ণনা করেছে যে গাজা একা নয়। একই সময়ে ইয়েদিওত আহরোনোত জানিয়েছে, ম্যাডেলিন জাহাজ নিয়ে ইসরাইলি সেনাবাহিনী এবং দখলদার মন্ত্রিসভার কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা ছিল। মিডিয়া আউটলেটটি এ ব্যাপারে বিস্তারিত জানায় নি।

অন্যদিকে, ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানজে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, দখলদার ইসরাইলি বাহিনী কর্তৃক ছিনতাইয়ের পর ম্যাডেলিন জাহাজ এবং ওই জাহাজের যাত্রীদের মুক্তি নিশ্চিত করতে অবিলম্বে যেন পদক্ষেপ নেওয়া হয়।#

পার্সটুডে//এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।