গাজায় ইসরায়েলিরা প্রতিদিন কয়জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করছে?
-
গাজায় ইসরায়েলিরা প্রতিদিন কয়জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করছে?
পার্সটুডে- জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মুখপাত্র কাজেম আবু খালাফ বলেছেন, গাজায় শহীদ হওয়া ফিলিস্তিনি শিশুদের সংখ্যা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেছেন।
তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় এক প্রতিবেদনে বলেন, ফিলিস্তিনি তথ্য অফিস এবং ইউনিসেফের ঘোষিত পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ১৮ হাজার ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে।
পার্সটুডে বলছে- আবু খালাফ আরও জানিয়েছেন, যুদ্ধের কারণে গাজা উপত্যকায় প্রতিদিন ২৭ জন ফিলিস্তিনি শিশু প্রাণ হারাচ্ছে।
তিনি আরও বলেন, গাজা উপত্যকায় এত বেশি সংখ্যক হত্যাকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করা যায় না।
এই প্রেক্ষাপটে 'ডক্টরস উইদাউট বর্ডার্স' নামক সংস্থা একটি নতুন প্রতিবেদনে বলেছে, ইহুদিবাদী ইসরাইলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে গাজায় শিশু মৃত্যুর সংখ্যা ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। শিশুদের বেশিরভাগই বিস্ফোরণে শহীদ হয়েছে।#
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।