গাজার শহীদদের কত শতাংশ সামরিক?
-
গাজার ফিলিস্তিনি শহীদদের ছবি
পার্সটুডে-দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে লিখেছে, গাজার প্রতি ছয়জন শহীদের মধ্যে পাঁচজনই বেসামরিক নাগরিক। সংবাদপত্রটি ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা (এএমএএন) থেকে পাওয়া গোপন নথিতে পাওয়া তথ্যের ভিত্তিতে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে একথা লিখেছে।
পার্সটুডে-জানিয়েছে, দ্য গার্ডিয়ান সংবাদপত্র দুটি ইহুদিবাদী প্রকাশনার সাথে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। ওই নথিগুলি দেখা গেছে যে, গাজার প্রতি ছয়জন শহীদের মধ্যে পাঁচজনই বেসামরিক নাগরিক।
পার্সটুডে জানিয়েছে, গার্ডিয়ান, ৯৭২+ প্রকাশনা এবং হিব্রু ভাষার মিডিয়া আউটলেট লোকাল কলের যৌথ তদন্তে দেখা গেছে যে, ২০২৫ সালের মে মাসের শেষ নাগাদ গাজায় ৫৩,০০০ এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী মাত্র ৮,৯০০ জনকে হামাস বাহিনী হিসেবে চিহ্নিত করেছে।
গার্ডিয়ানের মতে, এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে গাজায় নিহতদের ৮৩ শতাংশই বেসামরিক নাগরিক।
প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য যুদ্ধের তুলনায় বেসামরিক নাগরিক মৃত্যুর এই হার অনেক বেশি। দেখা গেছে, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধে বেসামরিক নাগরিকদের মৃত্যুর হার ১০ শতাংশ।#
পার্সটুডে/জিএআর/২৫