ইয়েমেনিরা অজেয়: জেরুজালেম পোস্টের স্বীকারোক্তি
-
ইয়েমেনিরা অজেয়: জেরুজালেম পোস্টের স্বীকারোক্তি
পার্সটুডে-ইহুদিবাদী একটি সংবাদপত্র বুধবার ইয়েমেনি জাতিকে অজেয় বলে অভিহিত করে বলেছে ইসরাইল ইয়েমেনের সাথে সরাসরি সংঘাতে জড়াতে চায় না।
ইরনা'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, ইহুদিবাদী সংবাদপত্র জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জোর দিয়ে বলেছে: ইসরাইল ২০২৩ সালের অক্টোবর থেকে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা থেকে বিরত রাখতে ব্যাপক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। পত্রিকাটি আরও বলেছে: ইসরাইল শুরু থেকেই ইয়েমেনের সাথে সরাসরি সংঘাতে জড়াতে চায় নি এবং এ বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল।
জেরুজালেম পোস্ট সিনিয়র ইহুদিবাদী কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আরও লিখেছে: ইয়েমেনিরা এ অঞ্চলের সকল পক্ষের চেয়ে বেশি দৃঢ়ভাবে কাজ করছে এবং তাদের বিরুদ্ধে লড়াই করা ইসরাইলিদের জন্য খুবই খারাপ, কারণ তারা অজেয়।
এই সংবাদপত্র আরও বলেছে: আমেরিকার কর্মকর্তারা ইয়েমেনিদের অজেয় শক্তি সম্পর্কে ইসরাইলি কর্মকর্তাদের দাবি নিশ্চিত করেছেন।
জেরুজালেম পোস্ট লিখেছে: ইসরাইলি কর্মকর্তারা গর্বের সাথে ঘোষণা করেছেন যে সানা দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকবে, কিন্তু ইয়েমেনিরা দ্রুত বিদ্যুৎ পুনরুদ্ধার করে এবং ইসরাইলে একটি নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইহুদিবাদী সংবাদমাধ্যমটি ইসরাইলি সামরিক বাহিনী সূত্রের উদ্ধৃতি দিয়ে আরও বলেছে: ইয়েমেন একটি বড় চ্যালেঞ্জ এবং তাদের গোয়েন্দা সংস্থা এই চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে, যদিও এখন পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে।
জেরুজালেম পোস্ট জোর দিয়ে বলেছে ইয়েমেনে সংঘাত বন্ধ করার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত ঝড়ের মুখে ইসরাইলকে একা ফেলে দিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে: ইসরাইলকে ধীরে ধীরে ইয়েমেনকে তার পথ থেকে সরিয়ে দিতে হবে, তবে ইয়েমেনে গোয়েন্দা অনুপ্রবেশ তেল আবিবের নেতাদের প্রত্যাশার চেয়ে বেশি সময় নিচ্ছে।
ইহুদিবাদী সংবাদমাধ্যমটি জোর দিয়ে বলেছে যে গাজা যুদ্ধ বন্ধ করলে ইয়েমেন থেকে রকেট হামলা বন্ধ হবে।
সম্প্রতি; ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ জোর দিয়ে বলেছেন যে ইয়েমেনে দখলদারদের আক্রমণ গাজার প্রতি ইয়েমেনিদের সমর্থনকে প্রভাবিত করবে না। তিনি আরও বলেছেন ইয়েমেনি জনগণের বিরুদ্ধে দখলদার সরকারের আগ্রাসন ব্যর্থ হয়েছে এবং শত্রুদেরকে কেবল ব্যর্থতা আর হতাশার দিকে নিয়ে যাবে।
হিজাম আল-আসাদ আরও জোর দিয়ে বলেন যে ইয়েমেনের জন্য যা গুরুত্বপূর্ণ তা হল গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা এবং এই উপত্যকার অবরোধের অবসান ঘটানো। তিনি বলেন: ইয়েমেনের বিশ্বস্ত ও সংগ্রামী জাতি গাজার ফিলিস্তিনি জনগণকে সমর্থন অব্যাহত রাখবে এবং এর মূল্য পরিশোধ করবে।
ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুহাম্মদ আল-বাখিতি প্যালেস্টাইন টুডে নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে আরও বলেন: ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের ঘটনায় ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প এবং ইচ্ছাকে দ্বিগুণ করে। সেইসঙ্গে তাদের আগ্রাসনে ফিলিস্তিন ও গাজার প্রতি ইয়েমেনের অবিচল অবস্থান পরিবর্তন হবে না।
আল-বাখিতি উল্লেখ করে বলেন যে আজকের সঠিক অবস্থান হল গাজাকে সমর্থন করা, এবং এই সমর্থন যেকোনো মূল্যে অব্যাহত থাকবে, তিনি আরও বলেন: ইয়েমেনের অবস্থান এবং অভিযান বিশ্বের সকল মুক্ত জনগণের প্রতিনিধিত্ব করে।
ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য আরও বলেন: ইয়েমেনের শত্রুর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ইয়েমেনের অভ্যন্তরীণ ফ্রন্ট আগ্রাসকদের মোকাবেলায় ঐক্যবদ্ধ এবং সংহত।#
পার্সটুডে/এনএম/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।