গাজা থেকে সিরিয়া: ইসরায়েলের নানা তৎপরতা, বাড়ছে উত্তেজনা
https://parstoday.ir/bn/news/west_asia-i153484-গাজা_থেকে_সিরিয়া_ইসরায়েলের_নানা_তৎপরতা_বাড়ছে_উত্তেজনা
পার্সটুডে- যখন গাজা উপত্যকা এখনো ধ্বংসস্তূপের নিচে শ্বাসরুদ্ধ হয়ে আছে এবং অবরোধের ভারে কাতর, ঠিক তখনই দখলদার ইসরায়েলি বাহিনীর বুলডোজারগুলো সিরিয়ার দখলকৃত গোলান মালভূমিতে বন ধ্বংসে ব্যস্ত, আর তেলআবিবের রাজনীতিবিদরা নেসেটে বসে দখল বিস্তারের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে।
(last modified 2025-10-29T09:12:22+00:00 )
অক্টোবর ২৮, ২০২৫ ১৯:৪৪ Asia/Dhaka
  • ইসরায়েলি দখলদারি বিস্তারের চেষ্টা
    ইসরায়েলি দখলদারি বিস্তারের চেষ্টা

পার্সটুডে- যখন গাজা উপত্যকা এখনো ধ্বংসস্তূপের নিচে শ্বাসরুদ্ধ হয়ে আছে এবং অবরোধের ভারে কাতর, ঠিক তখনই দখলদার ইসরায়েলি বাহিনীর বুলডোজারগুলো সিরিয়ার দখলকৃত গোলান মালভূমিতে বন ধ্বংসে ব্যস্ত, আর তেলআবিবের রাজনীতিবিদরা নেসেটে বসে দখল বিস্তারের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে।

গাজার যুদ্ধ এখনো পুরো অঞ্চলের ওপর ছায়া ফেলে রেখেছে, কিন্তু তেলআবিব বিভিন্ন ফ্রন্টে নতুন করে দখল তৎপরতা জোরদার করেছে। যেমন, পশ্চিম তীর ও সিরিয়ায় দখল বিস্তার এবং কূটনৈতিক ও জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে সংঘাত। এছাড়া আরও বিষয় রয়েছে। পার্সটুডে'র প্রতিবেদনে এসব বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

নেসেটে রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার জানিয়েছেন, নেসেটের সদস্যরা “পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপ আইন” নিয়ে ভোটাভুটি আয়োজনের মাধ্যমে সরকারকে চাপে ফেলতে চেয়েছিল, সে সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইসরায়েল সফরে ছিলেন। সার দাবি করেন, এই পদক্ষেপ ট্রাম্পের তথাকথিত “শান্তি পরিকল্পনা”-র অংশ, যার লক্ষ্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাঠামোগত পরিবর্তন ও বন্দিদের বেতন বন্ধ করা।
ইউরোপীয় ইউনিয়ন নীরব থেকে ইসরায়েলবিরোধী উস্কানি ছড়াচ্ছে বলে এই মন্ত্রী অভিযোগ করেন।

গাজায় অবরোধ অব্যাহত ও মরদেহ এখন চাপ প্রয়োগের হাতিয়ার

যুদ্ধবিরতি কার্যকর হলেও,তেলআবিব এখনো গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে। শুধু ক্যানজাত খাবার ও নুডলসবাহী ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে, অথচ মাংস, মুরগি ও মূল খাদ্যপণ্য সীমান্তে আটকে রাখা হচ্ছে।
ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল তার নিহত সেনাদের লাশ ফেরত পাওয়ার শর্তে খাদ্য ও ওষুধ সরবরাহের অনুমতি দিচ্ছে।

এদিকে, আল-কাস্সাম ব্রিগেড জানিয়েছে, তারা এখন পর্যন্ত ১৭ জন ইসরায়েলি সেনার মৃতদেহ রেড ক্রসের হাতে তুলে দিয়েছে, তবে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে বাকি লাশ খোঁজার কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

সিরিয়ায় বুলডোজার দিয়ে দখল বিস্তার করছে ইসরায়েল

আল-আরবি আল-জাদিদ পত্রিকায় প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবরের মধ্যে ইসরায়েলি সেনারা দক্ষিণ সিরিয়ার প্রায় ৬০ হেক্টর সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করেছে।
কুনেইত্রা প্রদেশের জাবাতা আল-খাশব ও আশ-শাহার এলাকায় বুলডোজার দিয়ে বন কেটে সামরিক ঘাঁটি ও মাইনফিল্ড তৈরি করা হয়েছে।
সিরীয় পরিবেশ বিশেষজ্ঞদের মতে, এসব এলাকা বিরল প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ছিল এবং এ ধ্বংসপ্রক্রিয়া গোটা অঞ্চলের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সৌদি আরবকে অপমান: নেতানিয়াহু'র মন্ত্রিসভায় সংকট

ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ আবারও সৌদি আরবকে অবজ্ঞা করে বলেছেন, “আমরা তাদের ছাড়া ৭৭ বছর বেঁচেছি, আরও ৭৭ বছরও বাঁচব।”
এর আগে তিনি সৌদিদের উদ্দেশে তাচ্ছিল্য করে বলেছিলেন, “তোমরা তোমাদের মরুভূমিতে উট চড়ানো নিয়েই থাকো।”
তীব্র সমালোচনার পর তিনি সামাজিক মাধ্যমে ক্ষমা চান, তবে আবার শর্ত দেন যে, সৌদি আরবকে সম্পর্ক স্বাভাবিক করতে হলে পশ্চিম তীরের ওপর ইসরায়েলি মালিকানা স্বীকার করতে হবে, যা সম্ভাব্য কোনো চুক্তিকে কার্যত অসম্ভব করে তোলার ইঙ্গিত দেয়।

বৈজ্ঞানিক ও একাডেমিক বিচ্ছিন্নতা বৃদ্ধি

ইসরায়েলি দৈনিক হারেতজ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের প্রায় এক হাজারটি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বন্ধ করেছে — যা আগের বছরের তিন গুণ।
তেলআবিব বিশ্ববিদ্যালয়ের প্রধান এই পরিস্থিতিকে “ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ একাডেমিক বিচ্ছিন্নতা” বলে বর্ণনা করেছেন।
এ প্রবণতা শুধু বিশ্ববিদ্যালয়েই সীমাবদ্ধ নয়; খেলাধুলা ও সংস্কৃতিতেও ইসরায়েলি দল ও টিমগুলোকে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।