আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিল নুসরা ফ্রন্ট
(last modified Thu, 28 Jul 2016 19:58:34 GMT )
জুলাই ২৯, ২০১৬ ০১:৫৮ Asia/Dhaka
  • নুসরা ফ্রন্টের সন্ত্রাসীরা (ফাইল ফটো)
    নুসরা ফ্রন্টের সন্ত্রাসীরা (ফাইল ফটো)

সিরিয়ায় তৎপর অন্যতম প্রধান উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্ট মূল সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে। বিদেশি শক্তিগুলোর কাছ থেকে আরো বেশি সমর্থন পাওয়ার আশায় নুসরা ফ্রন্ট এ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টেলিভিশনে সম্প্রচারিত দুর্লভ এক বার্তায় বৃহস্পতিবার আন-নুসরা ফ্রন্টের প্রধান আবু মুহাম্মাদ আল-জোলানি বলেছেন, তার সংগঠন নতুন নামে পরিচিত হবে এবং সিরিয়ার বাইরের সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে।

জোলানি বলেন, নুসরা ফ্রন্টের নাম বদল করে জাবহাত ফাতহ আশ-শাম রাখা হবে এবং নতুন সংগঠনের সঙ্গে বিদেশি কোনো পক্ষের সম্পর্ক থাকবে না। তিনি বলেন, আল-কায়েদার সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি যাতে আমেরিকা ও রাশিয়ার মতো দেশ অজুহাত হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

এদিকে, আল-কায়েদার বর্তমান নেতা আয়মান আল-জাওয়াহেরি বৃহস্পতিবার বলেছেন, নুসরা ফ্রন্টের মধ্যে যদি ঐক্য ও কাজের সমস্যা সৃষ্টি হয় তাহলে সংগঠনটির নেতারা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো আত্মত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯ 

ট্যাগ