“সিরিয়ায় মোতায়েন এস-৩০০’র জন্য চরম পরীক্ষা”
-
এস-৩০০
সিরিয়ায় মার্কিন বিমান হামলা প্রতিরোধে রাশিয়ার মোতায়েন করা এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, এস-৩০০ এবং এস-৪০০ ব্যবস্থা সিরিয়াকে রক্ষা করতে সক্ষম হবে কিনা।
চলতি সপ্তাহের প্রথম দিকে ইয়েমেনে জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে মার্কিন হামলা চালানোর প্রেক্ষাপটে এ প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, ইয়েমেনের পর সিরিয়ায় হামলা চালাতে পারে আমেরিকা।
তবে, রুশ পত্রিকা ভিজগ্লাইয়াদ সন্দেহ প্রকাশ করে বলেছে, সিরিয়া কখনই ইয়েমেন হবে না। পত্রিকাটি বলছে, সিরিয়া ও ইয়েমেনের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে এবং রুশ বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকার কারণে সিরিয়ার ওপর আমেরিকার পক্ষে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এ কারণে মার্কিন নীতিনির্ধারকদের বেশিরভাগই সিরিয়ায় হামলা চালানোর বিরোধিতা করছেন।
তবে মস্কোভিত্তিক মিডলইস্ট ইনস্টিটিউটের প্রধান এভগেনি সাতানোভস্কি বলছেন, আমেরিকা যদি বাশার আল-আসাদ বাহিনীর ওপর হামলা চালায় তবে সে হামলায় মার্কিন বাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে এবং তখনই পরিষ্কার হবে রাশিয়ার এস-৩০০ এবং এস-৪০০ ব্যবস্থা মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসে কতটা কার্যকরী।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭