আজান নিষিদ্ধ করে আগুন নিয়ে খেলছে ইসরাইল: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i26266-আজান_নিষিদ্ধ_করে_আগুন_নিয়ে_খেলছে_ইসরাইল_হামাস
ফিলিস্তিনি মসজিদের মাইকে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিল পাসের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান খালেদ মিশআল বলেছেন, ইসরাইলি পার্লামেন্টে এ বিল পাসের অর্থ হবে ‘আগুন নিয়ে খেলা’ করা।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ২১, ২০১৬ ০৬:৩৯ Asia/Dhaka
  • হামাসের রাজনৈতিক শাখার প্রধান খালেদ মিশআল
    হামাসের রাজনৈতিক শাখার প্রধান খালেদ মিশআল

ফিলিস্তিনি মসজিদের মাইকে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিল পাসের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান খালেদ মিশআল বলেছেন, ইসরাইলি পার্লামেন্টে এ বিল পাসের অর্থ হবে ‘আগুন নিয়ে খেলা’ করা।

রোববার তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিনি জনগণসহ গোটা বিশ্বের মুসলমানরা এ বিলের ঘোর বিরোধিতা করেছেন। মসজিদে আজান দেয়া মুসলমানদের জন্য রেড লাইন এবং ফিলিস্তিনি জনগণ তাদের এ অধিকার ত্যাগ করবে না বলেও সতর্ক করে দেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান।

খালেদ মিশআল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী ইসরাইল যতদিন ফিলিস্তিনি ভূমি ত্যাগ না করবে ততদিন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসবে না। তিনি মার্কিন পররাষ্ট্র নীতিতে পরিবর্তন এনে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধানে মনযোগী হতে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান।

সম্প্রতি ইসরাইলি মন্ত্রিসভা ফিলিস্তিনি মসজিদগুলোর মাইক ব্যবহার করে আজান নিষিদ্ধ করে একটি প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাবটি ইসরাইলি পার্লামেন্টে পাঠানো হয়েছে এবং সেখানে পাস হলে এটি আইনে পরিণত হবে। ‘শব্দ দূষণ’ বন্ধ করার লক্ষ্যে আজান নিষিদ্ধ করার প্রস্তাব তৈরি করা হয়েছে বলে ইসরাইলি মন্ত্রিসভা দাবি করলেও ফিলিস্তিনি মুসলমানরা বলছেন, শব্দ দূষণ নয় বরং আজানের ধ্বনি স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে এ আইন তৈরি করা হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১