ইউক্রেন-আমেরিকা আলোচনায় অগ্রগতি; ট্রাম্পের পরিকল্পনার চাপের মুখে ঘনিষ্ঠ অবস্থান
https://parstoday.ir/bn/news/world-i154370-ইউক্রেন_আমেরিকা_আলোচনায়_অগ্রগতি_ট্রাম্পের_পরিকল্পনার_চাপের_মুখে_ঘনিষ্ঠ_অবস্থান
পার্সটুডে-ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা গ্রহণ প্রক্রিয়ায় ওয়াশিংটন এবং কিয়েভ 'অর্থবহ অগ্রগতি'র কথা বললেও, পরিকল্পনার কঠোর বিধান এবং ওয়াশিংটনের রাজনৈতিক চাপ ইউক্রেন যুদ্ধের ভবিষ্যতের একটি জটিল চিত্র তুলে ধরেছে।
(last modified 2025-11-24T09:49:35+00:00 )
নভেম্বর ২৪, ২০২৫ ১৫:৪৪ Asia/Dhaka
  • ট্রাম্পের পরিকল্পনা মেনে নিতে ইউক্রেন-আমেরিকার অর্থবহ অগ্রগতি
    ট্রাম্পের পরিকল্পনা মেনে নিতে ইউক্রেন-আমেরিকার অর্থবহ অগ্রগতি

পার্সটুডে-ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা গ্রহণ প্রক্রিয়ায় ওয়াশিংটন এবং কিয়েভ 'অর্থবহ অগ্রগতি'র কথা বললেও, পরিকল্পনার কঠোর বিধান এবং ওয়াশিংটনের রাজনৈতিক চাপ ইউক্রেন যুদ্ধের ভবিষ্যতের একটি জটিল চিত্র তুলে ধরেছে।

জেনেভা আলোচনায় "অর্থবহ অগ্রগতি" সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের একযোগে ঘোষণা প্রমাণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাটি আগের চেয়ে উভয় পক্ষের এজেন্ডায় বেশি গুরুত্ব পাচ্ছে। তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ওয়াশিংটন এবং কিয়েভ একটি যৌথ বিবৃতিতে জোর দিয়ে বলেছে, তাদের পারস্পরিক অবস্থান উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়ে উঠেছে এবং এমনকি শান্তি কাঠামোর একটি সংশোধিত সংস্করণও তৈরি করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ট্রাম্প এবং জেলেনস্কির হাতে রয়েছে; এটি এমন একটি বিষয় যা ইউক্রেন যুদ্ধের ফাইল পরিচালনায় হোয়াইট হাউজের উচ্চ স্তরের সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দেয়।

অ্যাক্সিওস সংবাদপত্র ট্রাম্পের "২৮-দফা পরিকল্পনা" বিশদভাবে প্রকাশের মধ্য দিয়ে কূটনৈতিক চাপ শুরু হয়েছিল। এই পরিকল্পনায় ইউক্রেনের কাছ থেকে বড় ধরনের ছাড় দাবি করা হয়েছে, যার মধ্যে রয়েছে দেশটির পূর্বাঞ্চলের আরও কিছু অংশ ছেড়ে দেওয়া এবং ন্যাটো সদস্যপদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া। এই শর্তাবলি স্বাভাবিকভাবেই কিয়েভে অভ্যন্তরীণ সংবেদনশীলতা এবং নিরাপত্তা উদ্বেগ জাগিয়ে তুলেছে। তবে মার্কিন কর্মকর্তাদের বিবৃতি থেকে বোঝা যায় ইউক্রেনের নিরাপত্তা এবং অর্থনৈতিক গ্যারান্টি প্রদানের প্রচেষ্টা চলছে।

নতুন খসড়ায় ইউক্রেনের স্বল্প ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামো সুরক্ষার জন্য ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো এমন বিষয় যেগুলোর ব্যাপারে কিয়েভ দাবি করে যে তাদের 'মূল উদ্বেগ'-এর কারণই এসবের অন্তর্ভুক্ত। জেলেনস্কি আলোচনাকে 'গভীর' বলে উল্লেখ করেছেন এবং বলেছেন:  ট্রাম্পের দল 'ইউক্রেনের কণ্ঠস্বর শুনছে'।

তবে, ট্রাম্পের দ্বিমুখি আচরণ, একইসাথে ট্রুথ-স্যোশাল যোগাযোগমাধ্যমে ইউক্রেনের নেতৃত্বের ব্যাপারে অকৃতজ্ঞতার অভিযোগ আনছে। এই ঘটনা প্রমাণ করছে এ পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক পরিবেশ এখনও ভঙ্গুর। যদিও ঘনিষ্ট সম্পর্ক তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে তবু ট্রাম্পের পরিকল্পনার কঠিন পরিস্থিতি এবং ওয়াশিংটনের চাপ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে এই 'অর্থবহ অগ্রগতির' ক্ষেত্রে গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারে।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন