পাকিস্তান কি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ডের পেছনে দাঁড়িয়েছে?
-
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ তাহের আন্দ্রাবি
পার্সটুডে–পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং দেশটির একটি প্রধান থিঙ্ক ট্যাঙ্ক ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ডকে সমর্থন করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ তাহের আন্দ্রাবি ইরানের পারমাণবিক ইস্যুতে ক্রমবর্ধমান কূটনীতি বিরোধী পদক্ষেপের বিরোধিতা করার ক্ষেত্রে তার দেশের নীতিগত অবস্থানের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন: ইসলামাবাদ তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার, JCPOA পুনরুজ্জীবন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ রেজোলিউশন সমর্থন করে।
শুক্রবার ইসলামাবাদে তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে আন্দ্রাবি বলেছেন: পাকিস্তান পূর্বে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যে-কোনো বিদেশী সামরিক পদক্ষেপের বিরোধিতার কথা ঘোষণা করেছে এবং আবারও তেহরানের সাথে যে-কোনো সংঘর্ষ ও কূটনীতি বিরোধী পদ্ধতি প্রত্যাখ্যান করার ক্ষেত্রে তার অবস্থানের ওপর জোর দিয়েছে।
তিনি আরও বলেন: স্মরণ করা হচ্ছে যে পাকিস্তান সাম্প্রতিক মাসগুলোতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২২৩১ এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার অব্যাহত রাখার বিষয়ে দক্ষিণ কোরিয়ার আরেকটি রেজোলিউশনকে সমর্থন করেছে। পাকিস্তান বিশ্বাস করে যে এই সমস্যা সমাধানের জন্য সংঘাতমূলক এবং নিষেধাজ্ঞামূলক পদ্ধতি গ্রহণ করা উচিত নয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন তার দেশ আন্তর্জাতিক নিয়ম অনুসারে ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ইরানের অধিকার এবং তার বাধ্যবাধকতাকে সমর্থন করে।
এছাড়াও, লাহোরে পাকিস্তান বিমান বাহিনীর সাথে যুক্ত সেন্টার ফর অ্যারোস্পেস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (CASS) আয়োজিত "পরমাণু বিস্তার রোধ ব্যবস্থার অধীনে ইরানের অধিকার ও বাধ্যবাধকতা" শীর্ষক গোলটেবিল বৈঠকে এ বিষয়ক সামরিক ব্যক্তিত্ব এবং বিশেষজ্ঞদের একটি দল ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছে। তারা বলেছে ইরান কখনও NPT-এর কাঠামোর মধ্যে তার অঙ্গিকারগুলো লঙ্ঘন করে নি।
ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ডের প্রতি পাকিস্তান সরকারের সমর্থন দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অভিন্ন স্বার্থের কাঠামোর মধ্যে পরীক্ষা করা যেতে পারে। এর প্রথম কারণ হল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের জন্য দেশগুলোর সার্বভৌম অধিকারের নীতি। ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) এর সদস্য এবং এই চুক্তির ভিত্তিতে, বিদ্যুৎ উৎপাদন, বৈজ্ঞানিক গবেষণাসহ চিকিৎসার উদ্দেশ্যে পারমাণবিক শক্তি থেকে সুবিধা লাভের অধিকার রাখে। পারমাণবিক কর্মসূচি উন্নয়নে নিজস্ব অভিজ্ঞতা সম্পন্ন দেশ হিসেবে পাকিস্তান ভালোভাবেই জানে, কোনও দেশকে এই বৈধ অধিকার থেকে বঞ্চিত করা বৈষম্যমূলক এবং আন্তর্জাতিক ন্যায়বিচারের নীতির পরিপন্থী।
দ্বিতীয় কারণ হল অঞ্চলের জ্বালানি চাহিদা। টেকসই জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ইরান এবং পাকিস্তান উভয়ই গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করলে জ্বালানি খাতে যৌথ সহযোগিতার পথ প্রশস্ত হতে পারে। ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইনের মতো প্রকল্পগুলো প্রমাণ করে, দুটি দেশ জ্বালানি সরবরাহের জন্য যৌথ অবকাঠামো তৈরি করতে চায় এবং ইরানের পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন এই সহযোগিতার পরিপূরক হতে পারে।
তৃতীয় কারণ হল রাজনৈতিক এবং নিরাপত্তাগত বিবেচনা। পারমাণবিক ক্ষেত্রে ইরানকে সমর্থন করে পাকিস্তান বিশ্বশক্তিগুলোকে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে এ অঞ্চলের দেশগুলোর নিজস্ব ভাগ্য নির্ধারণের অধিকার থাকা উচিত। এই সমর্থন আন্তর্জাতিক সংস্থা এবং ইসলামী ফোরামে ইরান এবং পাকিস্তানের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং বহিরাগত চাপের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য বৃদ্ধি করবে।
চতুর্থ কারণ হল দুই জাতির মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক। ইরান এবং পাকিস্তানের মধ্যে গভীর ধর্মীয়, সাংস্কৃতিক এবং ভাষাগত সম্পর্ক রয়েছে। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির প্রতি সমর্থন এই সংহতি এবং পারস্পরিক বিশ্বাসের প্রতীক, যা বাণিজ্য, শিক্ষা এবং প্রযুক্তির মতো অন্যান্য ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সম্পর্ককে প্রসারিত করতে পারে।
পরিশেষে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ডের প্রতি পাকিস্তানের সমর্থন কেবল আন্তর্জাতিক আইন এবং জ্বালানি চাহিদার নীতির ওপর ভিত্তি করে নয় বরং দুই প্রতিবেশী মুসলিম দেশের মধ্যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক মিলনকেও প্রতিফলিত করে। এই সহায়তা আঞ্চলিক সহযোগিতার একটি মডেল হিসেবে কাজ করতে পারে এবং দক্ষিণ এশিয়া ও পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে সহায়তা করতে পারে।#
পার্সটুডে/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন