ইসরাইলের সবচেয়ে গুরুতর সংকট হলো অভ্যন্তরীণ বিরোধ
https://parstoday.ir/bn/news/west_asia-i154372-ইসরাইলের_সবচেয়ে_গুরুতর_সংকট_হলো_অভ্যন্তরীণ_বিরোধ
পার্সটুডে-ইহুদিবাদী ইসরাইলের একজন সাবেক জেনারেল অভ্যন্তরীণ বিরোধকে ইসরাইলের সবচেয়ে গুরুতর সংকট বলে মনে করেন।
(last modified 2025-11-25T10:58:37+00:00 )
নভেম্বর ২৪, ২০২৫ ১৬:৪২ Asia/Dhaka
  • ইসরাইলের সবচেয়ে গুরুতর সংকট হলো অভ্যন্তরীণ বিরোধ
    ইসরাইলের সবচেয়ে গুরুতর সংকট হলো অভ্যন্তরীণ বিরোধ

পার্সটুডে-ইহুদিবাদী ইসরাইলের একজন সাবেক জেনারেল অভ্যন্তরীণ বিরোধকে ইসরাইলের সবচেয়ে গুরুতর সংকট বলে মনে করেন।

পার্সটুডে জানায়, ইসরাইলি সেনাবাহিনীর অপারেশন বিভাগের প্রাক্তন প্রধান জেনারেল ইস্রাইল জিফ এক বিবৃতিতে বলেছেন: গত তিন বছর ধরে ইসরাইল বিপজ্জনক সংকটের মধ্যে রয়েছে। ওই সংকটের কারণ আইনি পরিবর্তন, ৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযান এবং গাজা যুদ্ধের ফলাফল। তবে এর চেয়েও বিপজ্জনক বিষয় হল অভ্যন্তরীণ বিরোধ এবং ক্রমবর্ধমান ঘৃণা। প্রাক্তন এই ইহুদিবাদী জেনারেল আরও বলেন: এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করার জন্য চলার পথ সংশোধন করা প্রয়োজন এবং এই উদ্দেশ্যে বর্তমান রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মাঝেও পরিবর্তন আনা প্রয়োজন। ইসরাইলি সেনাবাহিনীর অপারেশন বিভাগের প্রাক্তন প্রধান এর আগেও গাজা যুদ্ধ সম্পর্কে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি সম্পর্কে বিবৃতি দিয়েছিলেন। বিবৃতিতে সতর্ক করে বলেছিলেন: তিনি এমন একটি বিজয়ের চিত্র খুঁজছেন যা গাজা যুদ্ধে বিদ্যমান নেই। গাজা যুদ্ধের বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর অবস্থানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন এই পদ্ধতি বেশ কিছু সমস্যা তৈরি করেছে।

আল-আকসা তুফান পরবর্তী আঘাত; বেশ কয়েকজন ইসরাইলি কমান্ডারকে অপসারণ ও তিরস্কার

এদিকে, ইসরাইলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির অপারেশন আল-আকসা তুফানে তাদের ব্যর্থতার জন্য বেশ কয়েকজন সেনা কমান্ডারকে অপসারণ ও তিরস্কার করেছেন। প্রতিবেদন অনুসারে কিছু কর্মকর্তাকে রিজার্ভ সার্ভিস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারা আর সেনাবাহিনীতে কাজ করবে না। বেশ কয়েকজন কর্মকর্তাকে আনুষ্ঠানিক তিরস্কার করা হয়েছে এবং একজন পদত্যাগও করেছেন।

আমরা সোশ্যাল মিডিয়ার যুদ্ধে হেরেছি: ইসরাইলি সেনাবাহিনীর প্রাক্তন মুখপাত্র

ইসরাইলি সেনাবাহিনীর প্রাক্তন মুখপাত্র ড্যানিয়েল হাগারিও স্বীকার করেছেন: ইসরাইল সোশ্যাল মিডিয়ার যুদ্ধে হেরেছে এবং এই নেটওয়ার্কগুলো ইসরাইলের জন্য সবচেয়ে বিপজ্জনক হুমকি হিসেবে প্রমাণিত হয়েছে, কারণ বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের ওপর তাদের সবচেয়ে বেশি প্রভাব রয়েছে।

জায়ান্ট মেরকাভা-৪ ট্যাঙ্ক ব্যবহার অনুপযোগী: হিব্রু মিডিয়া

এদিকে, ইসরাইলি সেনাবাহিনীর ওয়াকিবহাল সূত্রগুলো জানিয়েছে, ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস) ইসরাইলি সেনাবাহিনীর সাঁজোয়া বহরের ওপর মারাত্মক আঘাতের ফলে এই যুদ্ধে জায়ান্ট মেরকাভা-৪ ট্যাঙ্ক সম্পূর্ণরূপে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

ইসরাইলি ব্যাংকগুলো থেকে ৮ বিলিয়ন শেকেল চুরি

অপরদিকে, ইসরাইলি সংবাদপত্র দৈনিক মা'আরিভ লিখেছে: ইসরাইলি মন্ত্রিসভা এখন পর্যন্ত জনগণ এবং ব্যাংকের ৮ বিলিয়ন শেকেল অর্থ চুরি করেছে।

এক-চতুর্থাংশ ইহুদিবাদী ইসরাইল ছেড়ে চলে যেতে চায়

এছাড়াও, অধিকৃত ফিলিস্তিন তথা ইসরাইলের সর্বশেষ গবেষণার ফলাফল থেকে জানা গেছে, ইসরাইলিদের একটি উল্লেখযোগ্য অংশ (এক-চতুর্থাংশ) অধিকৃত ভূখণ্ড ইসরাইল ত্যাগ করার কথা বিবেচনা করছে।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন