‘জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করলে বিপর্যয়কর প্রতিক্রিয়া ঘটবে’
https://parstoday.ir/bn/news/west_asia-i30229
পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে জর্দান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৭ ১৩:২৮ Asia/Dhaka
  • তেল আবিবের মার্কিন দূতাবাসের ফাইল ছবি
    তেল আবিবের মার্কিন দূতাবাসের ফাইল ছবি

পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে জর্দান।

জর্দানের তথ্যমন্ত্রী মোহাম্মদ মোমানি একে জর্দানের জন্য ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করে বলেন, এ পদক্ষেপের কারণে জর্দান, মুসলিম এবং আরব বিশ্বের রাজপথে আগুন জ্বলে উঠবে।

তিনি বলেন, মার্কিন দূতাবাস স্থানান্তর করা হলে জর্দানসহ আঞ্চলিক মিত্র দেশগুলোর সঙ্গে আমেরিকার সম্পর্কে বিঘ্ন সৃষ্টি হবে। এ ধরনের পদক্ষেপ প্রতিহত করতে আম্মান সম্ভাব্য সব রাজনৈতিক এবং কূটনৈতিক পন্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। মোহাম্মদ মোমানি বলেন, জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করা হলে আঞ্চলিক পরিস্থিতিসহ সব পর্যায়ে তার বিপর্যয়কর প্রতিক্রিয়া দেখা দেবে।#

পার্সটুডে/মূসা রেজা/৬