সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিতে রাশিয়ার আহ্বান
(last modified Thu, 02 Feb 2017 10:43:58 GMT )
ফেব্রুয়ারি ০২, ২০১৭ ১৬:৪৩ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, এ জোটে সিরিয়াকে ফিরিয়ে নেয়া হলে দেশটির চলমান সংকট সমাধানে তা ভূমিকা রাখতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান রুশ পররাষ্ট্রমন্ত্রী। লাভরভ বলেন, সিরিয়া যদি আরব লীগের সদস্য দেশ হয় তাহলে এ সংস্থা দেশটির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সিরিয়া সংকট সমাধানের ক্ষেত্রে দেশটির সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যে সংলাপ চলছে তাতে মধ্যস্থতা করছে রাশিয়া।

ল্যাভরভ আরো বলেন, সিরিয়া হচ্ছে জাতিসংঘের বৈধ সদস্য অথচ আরব লীগের ভেতরে কোনো আলোচনায় অংশ নিতে পারে না। এ অবস্থা শান্তি প্রতিষ্ঠার যৌথ প্রচেষ্টা সফল হতে সাহায্য করবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরব লীগের বর্তমান মহাসচিব আহমদ আবুল গেইত। তিনি শিগগিরি আরব লীগে সিরিয়ার ফেরার সম্ভাবনা নাকচ করছেন। তিনি বলেছেন,  এ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নির্ভর করবে আরব লীগের ২১ সদস্য দেশের ওপর। অবশ্য, দামেস্ক আনুষ্ঠানিকভাবে এ সংস্থায় ফেরার জন্য কোনো আবেদন করে নি।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সহিংসতা শুরু করার পর আরব লীগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়। সিরিয়া বলে আসছে, আরব লীগের কোনো কোনো সদস্য দেশ সন্ত্রাসীদের মদদ দিচ্ছে; এটা বন্ধ না হওয়া পর্যন্ত দামেস্ক এ সংস্থায় ফিরতে ইচ্ছুক নয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২

 

ট্যাগ