আন্তঃদেশীয় চুক্তি চূড়ান্ত করবে ইরান ও রাশিয়া: ল্যাভরভ
(last modified Tue, 03 Sep 2024 04:12:39 GMT )
সেপ্টেম্বর ০৩, ২০২৪ ১০:১২ Asia/Dhaka
  •  আন্তঃদেশীয় চুক্তি চূড়ান্ত করবে ইরান ও রাশিয়া: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ ‘অদূর ভবিষ্যতে’ ইরানের সঙ্গে একটি ব্যাপকভিত্তিক আন্তঃদেশীয় অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত করবে।

তিনি গতকাল (সোমবার) মস্কো স্টেট ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস-এর ছাত্র ও শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

ল্যাভরভ বলেন, গত জুলাই মাসের শেষদিকে [প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন] ইরানের নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণ করার পর তেহরান-মস্কো সম্পর্কের ক্ষেত্রে চুক্তি চূড়ান্ত করার বিষয়টি একটি ‘প্রতীকী পদক্ষেপ’ হিসেবে বিবেচিত হচ্ছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করে বলেন, পারস্পরিক সম্পর্ক অব্যাহত  রাখার ব্যাপারে ইরানের নতুন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইরানের নতুন প্রশাসনের ‘আন্তরিক ইচ্ছা ও মনোভাব’ প্রতিফলিত করে। ল্যাভরভ বলেন, ইরান ও রাশিয়া দ্রুত সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে এবং এরইমধ্যে ‘বহু সংখ্যক দ্বিপক্ষীয় প্রকল্প’ বাস্তবায়ন করেছে।

ইরান ও রাশিয়া প্রাথমিকভাবে একটি ১০ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল। পরবর্তীতে পাঁচ বছর করে আরো ১০ বছরের জন্য চুক্তিটির মেয়াদ বাড়ানো হয়। দু’টি মিত্র দেশের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই চুক্তি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।  উভয় দেশ দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা শক্তিশালী করার চেষ্টা করেছে, যা পরবর্তী ২০ বছরের জন্য তাদের সম্পর্কের ধরন চূড়ান্ত করবে।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ