পশ্চিম মসুল অভিযান: ইরাকি বাহিনীর অগ্রাভিযান চলছেই
https://parstoday.ir/bn/news/west_asia-i33716-পশ্চিম_মসুল_অভিযান_ইরাকি_বাহিনীর_অগ্রাভিযান_চলছেই
উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ নিয়ন্ত্রিত ইরাকের উত্তরাঞ্চলীয় কৌশলগত মসুল শহরের পশ্চিম অংশ থেকে সন্ত্রাসীদেরকে নির্মূল করার লক্ষ্যে পরিচালিত সাঁড়াশি অভিযানে দেশটির সরকারি বাহিনী আরো সাফল্য পেয়েছে বলে খবর পাওয়া গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ২০:০৩ Asia/Dhaka
  • ইরাকি সেনাবাহিনীর ৯তম পদাতিক বিভাগ
    ইরাকি সেনাবাহিনীর ৯তম পদাতিক বিভাগ

উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ নিয়ন্ত্রিত ইরাকের উত্তরাঞ্চলীয় কৌশলগত মসুল শহরের পশ্চিম অংশ থেকে সন্ত্রাসীদেরকে নির্মূল করার লক্ষ্যে পরিচালিত সাঁড়াশি অভিযানে দেশটির সরকারি বাহিনী আরো সাফল্য পেয়েছে বলে খবর পাওয়া গেছে।

নেইনাভা লিবারেশন অপারেশনের কমান্ডার লে. জেনারেল আব্দুল আমির রাশিদ ইয়ারাল্লাহ বলেছেন, ইরাকি সেনাবাহিনীর ৯তম পদাতিক বিভাগ মসুলের পশ্চিম উপকণ্ঠে অবস্থিত তাল আল-রুম্মান গ্রামটি দায়েশের কাছ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়। আল –সুমারিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

সেনাবাহিনীর এই শীর্ষস্থানীয় কর্মকর্তা আরো বলেন, ওই গ্রামটির কয়েকটি ভবনে ইরাকি জাতীয় পতাকা উড্ডয়নের পূর্বে সেনাবাহিনীর অভিযানে দায়েশ সন্ত্রাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে।

এদিকে, ফেডারেল পুলিশ বাহিনীর কমান্ডার লে. জেনারেল রায়েদ শাকের জাওদাত নতুন এক বিবৃতিতে জানিয়েছেন, কমান্ডো বাহিনী মসুলের পশ্চিম অংশে অবস্থিত জাওসাক এলাকার একটি প্রকৌশল কলেজ এবং অলিম্পিক সুইমিং পুলে জাতীয় পতাকা উড়িয়েছে।

অন্যদিকে, জয়েন্ট অপারেশনস কমান্ড বলেন, ইরাকি সরকারি বাহিনী দায়েশের সঙ্গে তীব্র সংঘর্ষের পর খুবারিয়াত আল আটসানা গ্রামটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/২৮