ইয়েমেনে বহু সৌদি অনুচর সেনা হতাহত; নিষিদ্ধ বোমা ফেলছে সৌদি
https://parstoday.ir/bn/news/west_asia-i35160-ইয়েমেনে_বহু_সৌদি_অনুচর_সেনা_হতাহত_নিষিদ্ধ_বোমা_ফেলছে_সৌদি
ইয়েমেনের স্বেচ্ছাসেবী ও সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানে দেশটির দক্ষিণ- পশ্চিমাঞ্চলের তায়িজ প্রদেশে বহু সৌদি অনুচর সেনা হতাহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৭, ২০১৭ ১৯:২৮ Asia/Dhaka
  • ইয়েমেনে বহু সৌদি অনুচর সেনা হতাহত; নিষিদ্ধ বোমা ফেলছে সৌদি

ইয়েমেনের স্বেচ্ছাসেবী ও সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানে দেশটির দক্ষিণ- পশ্চিমাঞ্চলের তায়িজ প্রদেশে বহু সৌদি অনুচর সেনা হতাহত হয়েছে।

এই যৌথ বাহিনী আজ (সোমবার)  তায়েজের পশ্চিমাঞ্চলে আলমাখা শহরে সৌদি অনুচরদের অবস্থানে গোলা বর্ষণ করে। এতে হতাহত হয় বেশ কিছু সৌদি অনুচর। হামলায় অনুচর বাহিনীর দুটি সাঁজোয়া যানও ধ্বংস হয়।

এদিকে সৌদি জঙ্গি বিমানগুলো মা’রিব শহরের সারুআহ্ অঞ্চলে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে। এইসব হামলায় সৌদি বিমানগুলো নিষিদ্ধ গুচ্ছ বোমা নিক্ষেপ করে। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনও খবর পাওয়া যায়নি। 

সৌদি সরকার ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে নির্বিচার হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের পদত্যাগী প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর জন্য এবং মার্কিন ও ইসরাইল-বিরোধী জনপ্রিয় বিপ্লবী আন্দোলন আনসারুল্লাহকে দুর্বল করার লক্ষ্যে এইসব হামলা চালিয়ে যাচ্ছে সৌদি বাহিনী। সৌদি আগ্রাসনে ইয়েমেনে এ পর্যন্ত কয়েক হাজার শিশু ও নারীসহ প্রায় ১২ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং দেশটির বেসামরিক অবকাঠামোর বেশিরভাগই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/২৭