প্রক্সি যুদ্ধ সিরিয়ায় সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে: মোগেরিনি
(last modified Tue, 08 Mar 2016 20:20:10 GMT )
মার্চ ০৯, ২০১৬ ০২:২০ Asia/Dhaka
  • প্রক্সি যুদ্ধ সিরিয়ায় সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে: মোগেরিনি

৮ মার্চ (রেডিও তেহরান): ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর প্রক্সি যুদ্ধ যেকোনো সময় সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে। তিনি বলেছেন, “গত সপ্তাহের ইতিবাচক পদক্ষেপ সত্ত্বেও আমাদের মনে রাখা দরকার যে, যেকোনো সময় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে।”

মোগেরিনি বলেন, “আঞ্চলিক পরিস্থিতি এখনো অনেক বেশি উত্তেজনাপূর্ণ, আমাদের সব কাজের ভেতরেই এ কথা মনে রাখা দরকার।” স্টার্সবুর্গে ইউরোপীয় পার্লামেন্টের উদ্বোধনী ভাষণে তিনি এ সতর্কতা উচ্চারণ করেন।

গত ২৭ ফেব্রুয়ারি থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

এর আগে রাশিয়া ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে মতৈক্য হয়। ইরান এবং সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলো মেনে নিয়েছে এ যুদ্ধবিরতি; পাশাপাশি সিরিয়ার সরকারও যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। তবে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এবং আন-নুসরা ফ্রন্ট যুদ্ধবিরতির আওতায় আসবে না।#

রেডিও তেহরান/এসআই/৮

ট্যাগ