বাহরাইনের সবচেয়ে বড় বামপন্থি দলকে নিষিদ্ধ ঘোষণা
https://parstoday.ir/bn/news/west_asia-i39112-বাহরাইনের_সবচেয়ে_বড়_বামপন্থি_দলকে_নিষিদ্ধ_ঘোষণা
বাহরাইনের সবচেয়ে বড় বামপন্থি দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যাকশন সোসাইটি বা ওয়াদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশটিতে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ওপর যে নিপীড়িন-নির্যাতন চলছে তার অংশ হিসেবে বামপন্থি এ দলটিকে নিষিদ্ধ করা হলো।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মে ৩১, ২০১৭ ১৮:২৫ Asia/Dhaka
  • বাহরাইনের সবচেয়ে বড় বামপন্থি দলকে নিষিদ্ধ ঘোষণা

বাহরাইনের সবচেয়ে বড় বামপন্থি দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যাকশন সোসাইটি বা ওয়াদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশটিতে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ওপর যে নিপীড়িন-নির্যাতন চলছে তার অংশ হিসেবে বামপন্থি এ দলটিকে নিষিদ্ধ করা হলো।

আজ (বুধবার) বাহরাইনের একটি আদালত ওয়াদকে বিলুপ্ত এবং দলের সমস্ত সম্পত্তি সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছে। এর আগে গত মার্চ মাসে বাহরাইনের বিচার মন্ত্রণালয় দলটিকে দেশে সন্ত্রাসবাদ ও সহিংসতা ছড়িয়ে দেয়ার জন্য অভিযুক্ত করে। এছাড়া, এ দলের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে হত্যার অভিযোগ করা হয়েছে।

গত বছর বাহরাইন সরকার শিয়া নেতৃত্বাধীন প্রধান বিরোধী রাজনৈতিক জোট আল-ওয়েফাক ন্যাশনাল ইসলামি সোসাইটি এবং ইসলামিক এনলাইনমেন্ট সোসাইটিকে নিষিদ্ধ করে সরকার। এছাড়া, আল-ওয়েফাকের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নিয়ে  তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১