গোপনে মিশর সফর করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i40078-গোপনে_মিশর_সফর_করেছিলেন_ইসরাইলের_প্রধানমন্ত্রী
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৬ সালের এপ্রিল মাসে গোপনে মিশর সফর করেছিলেন। ওই সফরে তিনি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসির সঙ্গে বৈঠক করেন এবং তার সঙ্গে ছিলেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইসাক হেরজগ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৩, ২০১৭ ১৭:১৫ Asia/Dhaka
  • নেতানিয়াহু, সিসি (মাঝে) ও হেরজগ
    নেতানিয়াহু, সিসি (মাঝে) ও হেরজগ

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৬ সালের এপ্রিল মাসে গোপনে মিশর সফর করেছিলেন। ওই সফরে তিনি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসির সঙ্গে বৈঠক করেন এবং তার সঙ্গে ছিলেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইসাক হেরজগ।

গতকাল (সোমবার) ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা এ খবর দিয়েছে। পত্রিকাটি বলছে, ওই সফরে নেতানিয়াহু, তার উপদেষ্টা, বিরোধী নেতা হেরজগ এবং একটি নিরাপত্তা দল বেসরকারি বিমানে করে সরাসরি কায়রো যান। রাজধানী কায়রো পৌঁছেই তারা প্রেসিডেন্ট সিসির প্রাসাদে যান এবং বৈঠকে জেনারেল সিসি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চুক্তি এগিয়ে নিতে তাদেরকে চাপ দেন। হারেৎজের ভাষায়- নেতানিয়াহু ফিলস্তিনিদের দাবি মেনে নিতে অস্বীকার করার কারণে সে বৈঠক ব্যর্থ হয়।

এদিকে, গতকাল হেরজগও কায়রো বৈঠকের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি প্রক্রিয়ার অংশ হিসেবে তারা কায়রো সফর করেছিলেন; বৈঠক সফল হলে মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে যেত। হেরজগ বলন, নেতানিয়াহুর লিকুদ পার্টির অনড় অবস্থানের কারণে তা সফল হয় নি।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসেও জর্দানের আকাবা বন্দরে আরেকটি গোপন বৈঠক হয়েছিল। সে বৈঠকে উপস্থিত ছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সে সময়কার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ ও মিশরের প্রেসিডেন্ট জেনারেল সিসি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩