মসুলের পশ্চিমাঞ্চলকে দায়েশ মুক্ত করল ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i40258-মসুলের_পশ্চিমাঞ্চলকে_দায়েশ_মুক্ত_করল_ইরাকি_বাহিনী
ইরাকি বাহিনী পশ্চিমাঞ্চলীয় মসুলকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দখল থেকে মুক্ত করছে। গোটা নগরীকে মুক্ত করার চূড়ান্ত অভিযানের অংশ হিসেবে এ অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইরাকি বাহিনী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৫, ২০১৭ ২২:৫৬ Asia/Dhaka
  • মসুলের পশ্চিমাঞ্চলকে দায়েশ মুক্ত করল ইরাকি বাহিনী

ইরাকি বাহিনী পশ্চিমাঞ্চলীয় মসুলকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দখল থেকে মুক্ত করছে। গোটা নগরীকে মুক্ত করার চূড়ান্ত অভিযানের অংশ হিসেবে এ অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইরাকি বাহিনী।

নিনেভা লিবারেশন অপারেশনের কমান্ডার লে জেনারেল আবদুল আমির ইয়ারাল্লাহ্‌ আজ(বৃহস্পতিবার) বাব সিনজার অঞ্চল মুক্ত করার ঘোষণা দেন। মুক্ত এলাকার ভবনগুলোতে ইরাকি পতাকা উড়ছে বলেও জানান তিনি।

মসুলের ঘন বসতিপূর্ণ পুরানো নগরীর উত্তরে বাব সিনজার অবস্থিত। ঘন বসতিপূর্ণ এবং সড়কগুলো সংকীর্ণ হওয়ায় এ এলাকায় ইরাকি বাহিনীর অগ্রাভিযান কষ্টকর হয়ে উঠেছে।

এ ছাড়া, পশ্চিমাঞ্চলীয় মসুলের চারটি গ্রামও মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইয়ারাল্লাহ। পাশাপাশি সেনাবাহিনী নগরীর ফারুক অঞ্চলে অভিযান চালানোর পরিকল্পনা করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৫