মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি উদ্বোধন করল মিশর
-
ঘাঁটি উদ্বোধন উপলক্ষে প্রেসিডেন্ট সিসিকে সামরিক বাহিনীর সম্মান প্রদর্শন
মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশের আল-হাম্মাম শহরে বিশাল একটি সামরিক ঘাঁটি উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি। মিশরের কর্মকর্তারা দাবি করছেন, মধ্যপ্রাচ্যের মধ্যে এটাই সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।
শনিবার ঘাঁটিটি উদ্বোধনের সময় জেনারেল সিসির সঙ্গে কয়েকটি আরব দেশের নেতা উপস্থিত ছিলেন। নতুন এ ঘাঁটির নাম দেয়া হয়েছে মোহাম্মাদ নাগিব সামরিক ঘাঁটি। ৬৫ বছর আগে মিশরে রাজতন্ত্রের পতন হলে মোহাম্মাদ নাগিব দেশটির প্রথম প্রেসিডেন্ট হন।

ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী শহরগুলোর নিরাপত্তা এবং এসব এলাকার নানা প্রকল্প রক্ষার দায়িত্ব পালন করবে এ ঘাঁটি। এসব এলাকা হচ্ছে মিশরের পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসীরা এসব এলাকায় তৎপরতা চালিয়ে মিশরের পর্যটন খাতে বিরাট ক্ষতি ডেকে এনেছে। মিশরে গণতান্ত্রিকভাবে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে ক্ষমাচ্যুত করার পর সন্ত্রাসীরা এ তৎপরতা শুরু করেছে। মুরসিকে ক্ষমতাচ্যুত করার পেছনে প্রধান দায়ী ব্যক্তি হচ্ছেন জেনারেল ফাত্তাহ।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২