আল-আকসা মসজিদে আগুন নিয়ে খেলছে ইসরাইল: আরব লীগ
(last modified Mon, 24 Jul 2017 00:19:31 GMT )
জুলাই ২৪, ২০১৭ ০৬:১৯ Asia/Dhaka
  • আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত
    আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত

ইহুদিবাদী ইসরাইল মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে প্রবেশের ওপর নতুন করে যে প্রতিবন্ধকতা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। সংস্থাটি বলেছে, তেল আবিব সরকার এই স্পর্শকাতর পবিত্র স্থাপনায় আগুন নিয়ে খেলছে।

আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত এক বিবৃতিতে বলেছেন, জেরুজালেম আল-কুদস হচ্ছে মুসলমানদের রেড লাইন। কোনো আরব বা মুসলিম নাগরিক এই নগরীর কোনো পবিত্র স্থাপনায় ইসরাইলি সীমা লঙ্ঘন মেনে নেবে না।

তিনি ইসরাইলের বিরুদ্ধে ‘হঠকারিতা’র অভিযোগ এনে বলেন, আল-আকসা মসজিদে নতুন করে যে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে তার ফলে আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে তেল আবিবের বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল পূর্ব জেরুজালেম আল-কুদসে অবস্থিত আল-আকসা মসজিদের প্রবেশপথে মেটাল ডিকেক্টর ও নিরাপত্তা ক্যামেরা স্থাপন করেছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে দুই ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন।

বিষয়টি নিয়ে যখন ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে তখন আরব দেশগুলোর জোটের পক্ষ থেকে তেল আবিবের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪

ট্যাগ