প্রয়োজনে কুর্দিস্তানে সামরিক হস্তক্ষেপ করব: ইরাক
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কুর্দিস্তানের বিচ্ছিন্নতাবাদী গণভোটের কারণে ইরাকে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি সামরিক ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
শনিবার রাতে বাগদাদে এক বক্তৃতায় এবাদি বলেন, ইরাক কুর্দিস্তানের বিচ্ছিন্নতার প্রশ্নে যে গণভোটের পরিকল্পনা নেয়া হয়েছে তা অসাংবিধানিক ও অবৈধ। তিনি ‘সিংঘের লেজ নিয়ে নাড়াচাড়া’ না করতে কুর্দি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এবাদি বলেন, প্রয়োজনে কুর্দিস্তানে সেনা পাঠাতে তিনি দ্বিধা করবেন না।
গত ৭ জুন ইরাকের আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানের কিছু আঞ্চলিক দল ইরাক থেকে এই অঞ্চলের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রশ্নে গণভোট অনুষ্ঠানের বিষয়ে একমত হয়। কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানির উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ২৫ সেপ্টেম্বর এই গণভোট অনুষ্ঠিত হবে।
কিন্তু ইরাকের কেন্দ্রীয় সরকার এই গণভোটের তীব্র বিরোধিতা করে একে অসাংবিধানিক বলে উল্লেখ করেছে। সেইসঙ্গে ইরাকের প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সমাজও এই গণভোটের বিরোধিতা করেছে।
ইরাকের সংসদ গত ১২ সেপ্টেম্বর এক সর্বসম্মত প্রস্তাবে যেকোনো মূল্যে ইরাকের অখণ্ডতা রক্ষার জন্য প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদিকে ম্যান্ডেট দিয়েছে।
কিন্তু মাসুদ বারজানি এতসব বিরোধিতা সত্ত্বেও কুর্দিস্তানে গণভোট করার সিদ্ধান্তে অটল রয়েছেন। কুর্দিস্তানে শেষ পর্যন্ত গণভোট অনুষ্ঠিত হলে ইরাকে নতুন করে দীর্ঘমেয়াদে অস্থিতিশীলতা শুরু হতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭