রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ১১ সৌদি প্রিন্স গ্রেফতার
- 
					
									ওয়ালিদ বিন তালাল  
সৌদি আরবের ১১ জন প্রিন্স এবং ৩০ জন বর্তমান ও সাবেক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি বিরোধী অভিযানের অজুহাতে এ সব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এ সব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গতরাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিটি গঠন করা হয়। এ কমিটি গঠনের পরই জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। দৈনিক আল হায়াত এবং আরবি চ্যানেল আল-আরাবিয়া জানিয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে বর্তমান চার মন্ত্রীও রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিত সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল রয়েছেন। লন্ডনের শীর্ষস্থানীয় হোটেল স্যাভয়ের মালিক তিনি।
টুইটার, অ্যাপেল এবং টাইম ওয়ারনারে শেয়ার আছে তার। এ ছাড়া, সৌদি আরবের ন্যাশনাল গার্ড এবং নৌ বাহিনীর প্রধানের পদেও রদবদল করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ গ্রহণ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। তবে অনেকেই মনে করছেন যুবরাজকে রাজা হিসেবে ঘোষণা দেওয়ার লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
সৌদি রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমান বন্দরে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বোরকান এইচ২ হামলা করার কয়েক ঘণ্টার মধ্যেই এ সব পরিবর্তন ও গ্রেফতারের ঘটনা ঘটেছে।#
পার্সটুডে/মূসা রেজা/৫