বাহরাইনের প্রতিনিধিদলের ইসরাইল সফরের নিন্দা জানাল হামাস
(last modified Mon, 11 Dec 2017 03:16:50 GMT )
ডিসেম্বর ১১, ২০১৭ ০৯:১৬ Asia/Dhaka
  • বাহরাইনের প্রতিনিধিদলের ইসরাইল সফরের নিন্দা জানাল হামাস

বাহরাইনের একটি প্রতিনিধিদলের ইসরাইল সফরের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ইহুদিবাদী ইসরাইল যখন ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে দমনপীড়ন চালাচ্ছে এবং মুসলমানদের পবিত্র স্থানের অবমাননা করছে তখন এ সফর মারাত্মক অপরাধ।

হামাস রোববার এক বিবৃতি প্রকাশ করে বলেছে, বাহরাইনের এই অপরাধমূলক পদক্ষেপের ফলে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা ও নির্যাতন তীব্র করতে ইহুদিবাদী ইসরাইল উৎসাহ পাবে। বিবৃতিতে বলা হয়েছে, মুসলিম দেশগুলোর উচিত তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থাপন না করে সন্ত্রাসবাদ ও বর্ণবাদের উজ্জ্বল দৃষ্টান্ত ইহুদিবাদী ইসরাইলের ওপর চতুর্মুখী চাপ সৃষ্টি করা।

কিছু আরব দেশের পক্ষ থেকে দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, আরব দেশগুলোর উচিত  ফিলিস্তিনিদের হারানো অধিকার ফিরিয়ে আনার জন্য সর্বশক্তি নিয়োগ করা।

হামাসের পতাকা

কথিত শান্তির বার্তা নিয়ে বাহরাইন থেকে একটি প্রতিনিধিদল ইহুদিবাদী ইসরাইল সফরে গেছে। বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফার একটি বিশেষ বার্তা বহন করছে এ প্রতিনিধিদল। ইসরাইলের সঙ্গে আরব অঞ্চলের বহু দেশই যে উষ্ণ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছে বাহরাইনের প্রতিনিধিদলের এ সফরের মধ্যদিয়ে তারই নতুন উদাহরণ সৃষ্টি হলো।

ইসরাইলের ইংরেজি দৈনিক 'টাইমস অব ইসরায়েল' গতকাল (রোববার) জানিয়েছে, ২৪ সদস্যের যে প্রতিনিধিদল তেল আবিব সফর করছে তার নাম হচ্ছে 'দিস ইজ বাহরাইন' এবং এটি এমন একটি গোষ্ঠী যারা বাহরাইনে কথিত ধর্মীয় স্বাধীনতার দাবিতে প্রচারণা চালায়। প্রতিনিধিদলটি চারদিনের সফরে ইসরাইল গেছে।

সফর সম্পর্কে প্রতিনিধিদলের এক সদস্য ইসরাইলি পত্রিকাটিকে বলেছেন, "রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা সারা বিশ্বের জন্য শান্তির বার্তা দিয়ে আমাদেরকে ইসরাইল সফরে পাঠিয়েছেন।"

বাহরাইনের রাজা এমন সময় ইসরাইলে প্রতিনিধিদল পাঠালেন যখন ওয়াশিংটনের পক্ষ থেকে জেরুজালেম আল-কুদসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার বিরুদ্ধে প্রতিবাদে গোটা মুসলিম বিশ্ব উত্তাল হয়ে রয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১

 

ট্যাগ