নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা প্রধানকে সরালেন সিসি
মিশরের গোয়েন্দা প্রধান খালেদ ফাউজিকে বরখাস্ত করেছেন সেদেশের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করেই এক ডিক্রি জারি করে তাকে বরখাস্ত করা হলো। প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আব্বাস কামালকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
এর আগে প্রেসিডেন্টের নির্দেশে মন্ত্রিসভায় রদবদল করা হয। আগামী মার্চ মাসে মিশরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে এর আগে ঘোষণা করলেও সম্প্রতি জানিয়েছেন তিনি নির্বাচনে লড়বেন না।
২০১৪ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির প্রথম প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেন সিসি। এরপর গণআন্দোলন দমন করতে সক্ষম হলেও দেশটির সিনাই উপত্যকাসহ বিভিন্ন স্থানে তাকফিরি সন্ত্রাসীদের হামলা অব্যাহত রয়েছে। গত অক্টোবরে নয়া সেনাপ্রধান নিয়োগ দেয়া হলেও পরিস্থিতির উন্নতি হয় নি।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯