ইসরাইলি হুমকির মোকাবিলায় লেবাননের তেল ও গ্যাস রক্ষা করা হবে: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i52285
ইহুদিবাদী ইসরাইলের হুমকির মোকাবিলায় লেবাননের জাতীয় তেল ও গ্যাস সম্পদ রক্ষার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ০২:৪৪ Asia/Dhaka
  • ইসরাইলি হুমকির মোকাবিলায় লেবাননের তেল ও গ্যাস রক্ষা করা হবে: হিজবুল্লাহ

ইহুদিবাদী ইসরাইলের হুমকির মোকাবিলায় লেবাননের জাতীয় তেল ও গ্যাস সম্পদ রক্ষার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

ভূমধ্যসাগরে লেবাননের পানিসীমায় আবিষ্কৃত খনি থেকে তেল ও গ্যাস উত্তোলনের বিরুদ্ধে ইসরাইলি যুদ্ধমন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যানের হুমকির প্রতিক্রিয়ায় আজ (বুধবার) রাতে এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, তারা তেল ও গ্যাস সম্পদ রক্ষায় সব কিছু করবে।

দখলদার ইসরাইলে নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে যুদ্ধমন্ত্রী লিবারম্যান বলেছেন, যেসব কোম্পানি তেল উত্তোলনের টেন্ডারে অংশ নিচ্ছে তারা বড় ভুল করছে। ভূমধ্যসাগরে নয় নম্বর ব্লকের টেন্ডার আহ্বান খুবই উসকানিমূলক বলে ইসরাইলি যুদ্ধমন্ত্রী মন্তব্য করেন।

হিজবুল্লাহ বলেছে, লিবারম্যানের বক্তব্য লেবাননে ইসরাইলের নয়া আগ্রাসন শুরুর শামিল। লেবাননের তেল ও গ্যাস অধিকার লঙ্ঘন করা হলে দৃঢ়ভাবে তা মোকাবিলা করা হবে। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন, পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল ও সংসদ স্পিকার নাবি বেরি ইসরাইলি হুমকির নিন্দা জানিয়েছেন। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১