দেড় হাজার কোটি ডলারের গ্যাস চুক্তি করল ইসরাইল ও মিশর
(last modified Mon, 19 Feb 2018 19:25:42 GMT )
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ০১:২৫ Asia/Dhaka
  • ভূমধ্যসাগরে ইসরাইলের নিয়ন্ত্রণাাধীন একটি গ্যাসক্ষেত্র
    ভূমধ্যসাগরে ইসরাইলের নিয়ন্ত্রণাাধীন একটি গ্যাসক্ষেত্র

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে দেড় হাজার কোটি ডলারের গ্যাস চুক্তি সই করেছে মিশর। চুক্তি অনুসারে আগামী ১০ বছর ধরে ইসরাইল মিশরকে ছয় হাজার ৪০০ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করবে।

ইসরাইলের ডেলেক ড্রিলিং কোম্পানি ও আমেরিকার নোবেল এনার্জি সোমবার জানিয়েছে, তারা মিশরের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে। এ দুই কোম্পানি সমুদের দুটি গ্যাসক্ষেত্র থেকে মিশরের ডলফিনাস হোল্ডিংস কোম্পানিকে এই গ্যাস সরবরাহ করবে।

ডেলেক ড্রিলিংয়ের প্রধান নির্বাহী ইয়োসি আবু চুক্তি সইয়ের ঘটনাকে কায়রো ও তেলআবিবের জন্য ‘বিরাট খবর’ বলে আখ্যায়িত করেছেন। তিনি জানান, এটি হচ্ছে ইসরাইলের গ্যাস কোম্পানির জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় চুক্তি।

ইয়োসি আবু আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, এ চুক্তির মাধ্যমে মিশর হয়ে উঠতে পারে ইসরাইলের গ্যাস রপ্তানির সবচেয়ে বড় কেন্দ্র। তিনি বলেন, “এটি হচ্ছে প্রথম চুক্তি, আরো চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯ 

 

ট্যাগ