মসুলে দায়েশের বিরুদ্ধে অভিযান: ৩ কমান্ডারসহ ৮ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i53859-মসুলে_দায়েশের_বিরুদ্ধে_অভিযান_৩_কমান্ডারসহ_৮_সন্ত্রাসী_নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলীয় মসুল শহরে দেশটির সেনাবাহিনীর অভিযানে দুই ডজনের বেশি তাকফিরি সন্ত্রাসী নিহত এবং আটক হয়েছে। ইরাকের সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। মসুল শহরকে এক সময় তাকফিরি দায়েশের প্রধান ঘাঁটি হিসেবে মনে করা হতো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৩, ২০১৮ ১৭:৪৩ Asia/Dhaka
  • দায়েশের বিরুদ্ধে ইরাকি সেনাবাহিনীর অভিযানের চিত্র( ফাইল ফটো)
    দায়েশের বিরুদ্ধে ইরাকি সেনাবাহিনীর অভিযানের চিত্র( ফাইল ফটো)

ইরাকের পশ্চিমাঞ্চলীয় মসুল শহরে দেশটির সেনাবাহিনীর অভিযানে দুই ডজনের বেশি তাকফিরি সন্ত্রাসী নিহত এবং আটক হয়েছে। ইরাকের সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। মসুল শহরকে এক সময় তাকফিরি দায়েশের প্রধান ঘাঁটি হিসেবে মনে করা হতো।

গতকাল (শুক্রবার) 'বাগদাদ টুডে' সংবাদ মাধ্যমকে ইরাকের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনী পশ্চিম মসুলের রেয়হান্না গ্রাম থেকে ১৭ দায়েশ সন্ত্রাসীকে আটক করার পাশাপাশি বাদুস গ্রামে দায়েশের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরো জানিয়েছে, বাদুসের একটি নিরাপত্তা চৌকিতে হামলার জের ধরে ইরাকের বিমান বাহিনী আল আটশানা পাবর্ত্য এলাকায় বিমান হামলা চালালে দায়েশের তিন কমান্ডারসহ আট সন্ত্রাসী নিহত হয়। এছাড়া, বেশ কিছু সন্ত্রাসী পাবর্ত্য এলাকার দিকে পালিয়ে যেতে সক্ষম হয় বলেও জানায় সূত্রটি।

বাদুসের নিরাপত্তা চৌকিতে একটি সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা চৌকিতে দুই সেনা নিহত এবং আরো তিন জন আহত হয়েছে বলে দায়েশ দাবি করেছে।

২০১৪ সালের জুন মাসে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল দখলে নিয়েছিল উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ। তারা এই নগরী দখলের পরই মূলত কথিত খেলাফত ঘোষণা করেছিল। গত বছর জুলাই মাস ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি মসুলে দায়েশের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা দেন।#

পার্সটুডে/বাবুল আখতার/৩