সিরিয়ায় রুশ হেলিকপ্টার বিধ্বস্ত: ২ পাইলটই নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i56944
সিরিয়ার পূর্বাঞ্চলে রাশিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর দুই পাইলট নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়ে বলেছে, সোমবার রাতে কেএ-৫২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ০৮, ২০১৮ ০৫:২৬ Asia/Dhaka
  • রুশ সেনাবাহিনীর একটি কেএ-৫২ হেলিকপ্টার (ফাইল ছবি)
    রুশ সেনাবাহিনীর একটি কেএ-৫২ হেলিকপ্টার (ফাইল ছবি)

সিরিয়ার পূর্বাঞ্চলে রাশিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর দুই পাইলট নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়ে বলেছে, সোমবার রাতে কেএ-৫২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

‘যান্ত্রিক ত্রুটি’র কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে। সিরিয়ার ঠিক কোন প্রদেশের কোন স্থানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সৌদি আরব, আমেরিকা ও তাদের মিত্রদের সহযোগিতায় ২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় ভয়াবহ সহিংসতা চাপিয়ে দেয়া হয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ইহুদিবাদী ইসরাইলের অনুকূলে নিয়ে আসার লক্ষ্যে এ কাজে হাত দেয় সাম্রাজ্যবাদী আমেরিকা ও তার আঞ্চলিক তাবেদার সরকারগুলো।

সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর বিজয়োল্লাস (ফাইল ছবি)

বিদেশি মদদে সিরিয়ায় অনুপ্রবেশকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দমনের কাজে দামেস্কের অনুরোধে দেশটিকে সামরিক সহযোগিতা করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়া। এ দুই দেশের সহযোগিতায় সিরিয়ার সেনাবাহিনী সম্প্রতি উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে সিরিয়ার মাটি থেকে সম্পূর্ণ উচ্ছেদ করে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮