দায়েশের পতনের পর প্রথম নির্বাচন হচ্ছে ইরাকে
(last modified Sat, 12 May 2018 08:03:13 GMT )
মে ১২, ২০১৮ ১৪:০৩ Asia/Dhaka
  • ইরাকে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে
    ইরাকে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ইরাকের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনের মাধ্যমে ইরাকের জনগণ নতুন একটি সংসদ ও প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের পতনের পর এই প্রথম ইরাকে কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

স্থানীয় সময় আজ (শনিবার) সকাল সাতটায় রাজধানী বাগদাদ এবং অন্যান্য স্থানে ভোটগ্রহণ শুরু হয় এবং সন্ধ্যা ৬টায় তা শেষ হবে। নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিমানবন্দর ও সীমান্ত ক্রসিং পয়েন্টগুলো ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে। যদিও ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতন হয়েছে তবু এখনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এ বিষয়টি বিবেচনা করে বিমানবন্দর ও সীমান্ত ক্রসিং পয়েন্টগুলো বন্ধ রাখার পদক্ষেপ নেয়া হয়।

নির্বাচনে ভোট দিচ্ছেন ইরাকের জনগণ

আজকের নির্বাচনে ইরাকের দুই কোটি ৪৫ লাখ বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী তিনদিনের মধ্যে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। ইরাকি সংসদের ৩২৯টি আসনের জন্য সাত হাজার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২

ট্যাগ