উপদেষ্টার ভূমিকায় ব্লেয়ার; প্রচুর ডলার দিয়েছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i60250
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার পরিচালিত একটি ইনস্টিটিউটকে অন্তত এক কোটি ১০ লাখ ডলার দিয়েছে সৌদি আরব। ‘টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেইঞ্জ’ নামের এ প্রতিষ্ঠানটি সৌদি আরবের জন্য উপদেষ্টার ভূমিকা পালন করে আসছে। তবে কী বিষয়ে উপদেষ্টার ভূমিকা পালন করছে তা পরিষ্কার নয়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ২২, ২০১৮ ১৬:৩২ Asia/Dhaka
  • সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার
    সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার পরিচালিত একটি ইনস্টিটিউটকে অন্তত এক কোটি ১০ লাখ ডলার দিয়েছে সৌদি আরব। ‘টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেইঞ্জ’ নামের এ প্রতিষ্ঠানটি সৌদি আরবের জন্য উপদেষ্টার ভূমিকা পালন করে আসছে। তবে কী বিষয়ে উপদেষ্টার ভূমিকা পালন করছে তা পরিষ্কার নয়।

ব্রিটিশ পত্রিকা ‘সানডে টেলিগ্রাফ’ এ খবর দিয়েছে। অবশ্য, ইনস্টিটিউটের এক মুখপাত্র দাবি করেছেন, এ অর্থ থেকে টনি ব্লেয়ার লাভবান হবেন না কারণ তিনি প্রতিষ্ঠানটি থেকে কোনো সম্মানি নেন না।

সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন

২০১৫ সাল থেকে সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এ কাজে সহযোগিতা করছে সংয়ুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। এছাড়া, সৌদি আগ্রাসনের মধ্যেই রিয়াদের কাছে কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে ব্রিটিশ সরকার। টনি ব্লিয়ার এ বিষয়ে সৌদি সরকারকে পরামর্শ দিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হয়।

টনি ব্লেয়ার দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য বিষয়ক জাতিসংঘের দূত হিসেবে কাজ করেছেন কিন্তু তার উদ্যোগে সমস্যার কোনো সমাধান হয় নি। তিনি কুয়েত, কাজাখস্তান ও মঙ্গোলিয়ার জন্য পরামর্শক হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু এসব দেশ তাকে উপদেষ্টা হিসেবে গ্রহণ করে নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২