আগস্ট ০৩, ২০১৮ ১৮:৪৯ Asia/Dhaka

ইয়েমেনে পশ্চিমা-মদদপুষ্ট সৌদি-মার্কিন নেতৃত্বাধীন জোটের নির্বিচার হামলা ও বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা প্রায় নিয়মিত ধারায় অব্যাহত রয়েছে। 

গতকাল (বৃহস্পতিবার) ইয়েমেনের হুদায়দায় আস-সুরাহ হাসপাতাল এবং মাছ কেনা-বেচার একটি বাজারে বিমান হামলায় অন্তত ৫২ জন বেসামরিক ইয়েমেনি শহীদ ও শতাধিক আহত হন।

ইয়েমেনি প্রতিরোধ-যোদ্ধা ও জনগণের প্রবল প্রতিরোধের মুখে আগ্রাসী সৌদি-মার্কিন জোট প্রায়ই গণহত্যার উন্মাদনা দেখাচ্ছে। ইয়েমেনের হাসপাতাল, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাট, সেতু, বাজার ও কলকারখানাসহ সব ধরনের বেসামরিক অবকাঠামো শিকার হচ্ছে নির্বিচার বোমা বর্ষণের এবং গত কয়েক বছরে দেশটির বেসামরিক অবকাঠামোর বেশিরভাগই সৌদি-মার্কিন জোটের হামলায় ধ্বংস হয়ে গেছে।  গণহত্যার সব ধরনের পন্থা প্রয়োগ করছে এই জোট। এ ধরনের অমানবিক হত্যাযজ্ঞ সুস্পষ্ট যুদ্ধ-অপরাধ ও সন্ত্রাসী তৎপরতা ছাড়া অন্য কিছুই নয়। 

'কেয়ার' ও 'ডক্টরস উইদআউট বর্ডার'সহ সম্প্রতি ছয়টি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা বলেছে, ইয়েমেনে মানবীয় পরিস্থিতি বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের তুলনায় সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দুর্ভিক্ষ, ত্রাণ-সরবরাহের ওপর নিষেধাজ্ঞা বা বাধা ও বেসামরিক জনগণের ওপর সৌদি-মার্কিন জোটের অব্যাহত বোমা-বর্ষণই এ অবস্থার কয়েকটি কারণ। ইয়েমেনের চিকিৎসা-কেন্দ্রগুলোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে বলে এই সংস্থাগুলো জানিয়েছে। 

সৌদি সরকার পাশ্চাত্য বিশেষ করে ব্রিটেন ও মার্কিন সরকারের সর্বাত্মক মদদ নিয়ে ইয়েমেনে সব ধরনের যুদ্ধ-অপরাধ চালাচ্ছে। আসলে সৌদি সরকার আতঙ্ক সৃষ্টির   জন্য পোড়ামাটি ও গণহত্যার নীতি অনুসরণ করছে যাতে ইয়েমেনিরা প্রতিরোধ যুদ্ধ ছেড়ে দিয়ে আত্ম-সমর্পণ করে।

কিন্তু গত কয়েক বছর ধরে-চলা সৌদি সরকারের এ নীতি ব্যর্থ হয়েছে। আর এ ব্যর্থতা ঢাকা দেয়ার জন্যই সৌদি-মার্কিন জোট আরও বেশি নৃশংস ধ্বংসযজ্ঞ ও গণহত্যায় মেতে উঠেছে। বিয়ের আসর ও দাফন বা শোক-সমাবেশের ওপরও নৃশংস হত্যাযজ্ঞ চালাতে দ্বিধা বোধ করছে না এ জোট। জাতিসংঘসহ বিশ্ব-সমাজের নিষ্ক্রিয়তা সৌদি-মার্কিন জোটকে আরও উদ্ধত করে তুলছে। 

পাশ্চাত্য ও সৌদি বলয়ের নানা প্রলোভন আর চাপের মুখে জাতিসংঘসহ নানা আন্তর্জাতিক সংস্থা সৌদি যুদ্ধ-অপরাধগুলো ও সেসবের পেছনে পাশ্চাত্যের মদদ সম্পর্কে যথাযথ ও যথেষ্ট তথ্য প্রচার করছে না। বিশ্ব-জনমতকে অন্ধকারে রাখার পাশাপাশি প্রতিবাদ থেকে দূরে রাখতেই এসব সংস্থা ইয়েমেনে সৌদি অপরাধযজ্ঞের চিত্র পুরোপুরি তুলে ধরছে না।  #  

পার্সটুডে/এমএএইচ/৩  
 


 

ট্যাগ