জুন ০৭, ২০২৪ ১৪:৪১ Asia/Dhaka
  • জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় গ্রহণকারী হাজার হাজার ফিলিস্তিনির উপর ইহুদিবাদী ইসরাইলের বোমাবর্ষণকে বেসামরিক নাগরিকদের ওপর হামলার ‘ভয়ঙ্কর উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ।

গতকাল (বৃহস্পতিবার) গাজা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবিরে অবস্থিত ওই স্কুলে আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনিদের উপর ভয়াবহ বিমান হামলা চালায় দখলদার ইসরাইল। এতে অন্তত ৪০ হতভাগ্য ফিলিস্তিনি নিহত হন যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছেন। এসব মানুষ প্রাণ বাঁচাতে নিজেদের ঘরবাড়ি ছেড়ে স্কুলটিতে আশ্রয় নিয়েছিল।

পাশবিক ওই হামলায় আরো বহু মানুষ আহত হয়েছেন যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এ খবর প্রচারিত হওয়ার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, নুসিরাতের স্কুলে হামলা “গাজার বেসামরিক নাগরিক বিশেষ করে যেসব নারী ও শিশু প্রাণ বাঁচানোর চেষ্টা করছে তাদের প্রাণহানির আরেকটি ভয়ঙ্কর উদাহরণ।” গুতেরেসের পক্ষ থেকে বৃহস্পতিবারই তার মুখপাত্র স্টেফান ডুজারিচ নিউ ইয়র্কে এ বক্তব্য তুলে ধরেন।

জাতিসংঘ মহাসচিব এ হামলার নিন্দা করেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ডুচারিচ বলেন, “অবশ্যই তিনি এ হামলার নিন্দা জানিয়েছেন। গাজায় যা কিছু ঘটছে তার সবকিছুর ব্যাপারে জবাবদিহিতা থাকা প্রয়োজন।”

জাতিসংঘ মহাসচিবের আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলও নুসিরাত শরণার্থী শিবিরের স্কুলে ইসরাইলি হামলার নিন্দা জানান। তিনি এক এক্স বার্তায় ওই ভয়ঙ্কর হামলার নিরপেক্ষ তদন্ত কামনা করেন।

বোরেলের এক্স বার্তায় বলা হয়, “গাজা উপত্যকা থেকে পাওয়া খবরে প্রায়ই দেখা যাচ্ছে, সেখানকার লাখ লাখ বেসামরিক নিরপরাধ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ঘটনাটির নিরপেক্ষ তদন্ত হতে হবে।”

গাজা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবিরে বৃহস্পতিবারের হামলার শিকার স্কুলটি জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা ‘আনরোয়া’ পরিচালনা করে। গাজার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসকারী ফিলিস্তিনি শরণার্থীদের মধ্যে ত্রাণসাহায্য বিতরণ করে ‘আনরোয়া’। #

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ