জুন ২৯, ২০২৪ ১৬:২৯ Asia/Dhaka
  • ‘বিচারকদের দেবতা ভাবা ভুল’, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, বিচারব্যবস্থা মন্দির, মসজিদ,গির্জা-গুরুদ্বারের মতো হলেও, বিচারকদের দেবতা ভাবা ঠিক নয়। কলকাতায় ন্যাশনাল জুড়িশিয়াল অ্যাকাডেমির অনুষ্ঠানে গতকাল তিনি ঐ মন্তব্য করেন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ঐ মন্তব্যের ঠিক আগেই বিচারব্যবস্থায় নিরপেক্ষতা বজায়ের আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Image Caption

নির্দিষ্ট কোনও বিচারপতির নাম উল্লেখ না করে প্রধান বিচারপতি বলেন, বিচারব্যবস্থা সৎ এবং নিরপেক্ষ থাকা উচিত। বিচারব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকলে মানুষ কোথায় যাবে? সরকার বিচারব্যবস্থার সঙ্গে আছে। তিনি আরও বলেন, বিচারব্যবস্থায় কোনওরকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। উল্লেখ্য, সাম্প্রতিককালে বিভিন্ন রায়ের ক্ষেত্রেই রাজনৈতিক স্বার্থ জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে পর্যবেক্ষকমহলের অনেকেই বলছেন, রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি একের পর এক গুরুত্বপূর্ণ রায় দেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাজার হাজার চাকরিপ্রার্থীর কাছে রাতারাতি ‘মসিহা’ হয়ে ওঠেন তিনি। এই পরিপ্রেক্ষিতে কলকাতায় দাঁড়িয়ে প্রধান বিচারপতির মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।#

পার্সটুডে/জিএআর/২৯

ট্যাগ