জুন ২৮, ২০২৪ ০৯:৩৭ Asia/Dhaka
  • ‘প্রতিরোধ ফ্রন্টকে উল্লেখযোগ্য বিজয় উপহার দেন শহীদ প্রেসিডেন্ট রায়িসি’

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ ফ্রন্টগুলোর বিজয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বড় ধরনের ভূমিকা পালন করেছিলেন।

গতমাসে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের শাহাদাতের ৪০তম দিবস উপলক্ষে বৃহস্পতিবার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় নাখালা এ মন্তব্য করেন।

তিনি বলেন, “শহীদ রায়িসি ও শহীদ আমির-আব্দুল্লাহিয়ান প্রতিরোধ ফ্রন্টকে উল্লেখযোগ্য বিজয় উপহার দেন এবং বিজয়ী দেশগুলোকে ফিলিস্তিনের ঘনিষ্ঠ করে তোলেন।” তিনি আরো বলেন, “এ বিজয় ছিল ফিলিস্তিনিসহ গোটা অঞ্চলের বিজয়।”

অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চলমান যুদ্ধের প্রতি ইঙ্গিত করে জিহাদ প্রধান বলেন, সকল আন্তর্জাতিক ফোরামে প্রেসিডেন্ট রায়িসি ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন এবং তার বক্তব্যগুলো এখনও কার্যকর ভূমিকা পালন করছে।

তিনি স্পষ্ট করে বলেন, “ইরানের প্রেসিডেন্ট ও তার শহীদ পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে যেসব কাজ করেছেন আমরা তা কখনও ভুলতে পারব না।”

গত মাসের মাঝামাঝি সময়ে ইরানের উত্তরাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ানের পাশাপাশি তাবরিজ শহরের জুমার নামাজের খতিব মোহাম্মাদ আলী আলে হাশেম, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি এবং তাদের দেহরক্ষী ও নিরাপত্তা কর্মী এবং দুই পাইলট শাহাদাতবরণ করেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৮

ট্যাগ