মার্চ ০৩, ২০২৪ ১৬:৩৩ Asia/Dhaka
  • লিন্ডন বি. জনসন ও সাদ্দাম হোসেন
    লিন্ডন বি. জনসন ও সাদ্দাম হোসেন

এই দিনগুলো ইরান-ইরাক যুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি মনে করিয়ে দেয়। শহুরগুলোতে যুদ্ধ, বেসামরিক অঞ্চলে যুদ্ধ ও আবাসিক অঞ্চলে যুদ্ধ এ দুই যুদ্ধের বিশেষ তিনটি গুরুত্বপূর্ণ দিক।

প্রথম ঘটনা: ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধে ইরাকি বাথিস্ট সরকারের পক্ষ হতে শহরগুলোতে যুদ্ধ শুরু

'শহরগুলোর যুদ্ধ' পরিভাষাটি ১৯৮৫ সালের মার্চ মাসে (ফার্সি ১৩৬৩ সালের ইসফান্দ মাসে) ইরান-ইরাক যুদ্ধ চলার সময় সাদ্দামের নেতৃত্বে চালু হয়

শহরগুলোর যুদ্ধ: ইরানের বেসামরিক স্থান ও স্থাপনাগুলো সাদ্দামের বাথিস্ট সরকারের অনুগত বাহিনীর হামলার শিকার হয়

সাদ্দামের বাহিনী এ সময় ইরানের বেসামরিক এলাকাগুলোয় বোমাবর্ষণ জোরদার করে। যুদ্ধে ইরাকি রণ-কৌশল ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে এই বর্বরোচিত পদক্ষেপ নেয় সাদ্দাম সরকার।

ইরানের আবাসিক অঞ্চলে ইরাকি বাথিস্ট সরকারের বোমাবর্ষণ

দ্বিতীয় ঘটনা: ভিয়েতনামে মার্কিন আগ্রাসন চলাকালে মার্কিন বিমান হামলা শুরু

ভিয়েতনামে মার্কিন বিমান হামলা

মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৬৪ সালের আগস্ট মাসে ভিয়েতনামে আগ্রাসন শুরু করে। ১৯৬৫ সালের ২ মার্চ ভিয়েতনামে মার্কিন বিমান হামলাও শুরু হয়। ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন লিন্ডন বি. জনসন।

ভিয়েতনামে মার্কিন বিমান হামলা

ভিয়েতনামে ২০ বছরের মার্কিন আগ্রাসনে অন্তত বিশ লাখ বেসামরিক ও দশ লাখেরও বেশি ভিয়েতনামী সেনা-সদস্য নিহত হয়।#

পার্সটুডে/এমএএইচ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ