ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল কলম্বিয়া
(last modified Thu, 09 Aug 2018 06:58:28 GMT )
আগস্ট ০৯, ২০১৮ ১২:৫৮ Asia/Dhaka
  • জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করছেন এক ফিলিস্তিনি
    জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করছেন এক ফিলিস্তিনি

কলম্বিয়া সরকার ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিষয়টি ইহুদিবাদী ইসরাইলের জন্য এক রকমের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বুধবার) এক চিঠিতে বলেছে, দেশটির সাবেক প্রেসিডেন্ট জয়ান ম্যানুয়েল স্যান্তোস গত ৩ আগস্ট ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। নতুন প্রেসিডেন্ট ইভান দিউকের ক্ষমতা গ্রহণের কয়েকদিন আগে এই স্বীকৃতি দেয়া হয়।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ওই চিঠি পড়ে শোনান এবং তিনি বলেন, “আমি আপনোদের জানাতে চাই যে, কলম্বিয়া সরকারের প্রেসিডেন্ট জুয়ান মানুয়েল স্যান্তোস ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন।” কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ওই চিঠিতে বলেছেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র পাওয়ার অধিকার আছে।

দিউকের প্রশাসন বলেছে, তারা বিষয়টি পর্যালোচনা করে দেখবে তবে ম্যানুয়েল স্যান্তোস যা করেছেন তা বৈধ।#   

পার্সটুডে/এসআইবি/৯

ট্যাগ