দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i63852-দুবাই_বিমানবন্দরে_ড্রোন_হামলা_চালিয়েছে_ইয়েমেনি_সেনারা
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা। দুবাই বিমানবন্দর হচ্ছে আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অর্থনৈতিক স্থাপনা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৮, ২০১৮ ১১:০৭ Asia/Dhaka
  • ইয়েমেনি ড্রোন
    ইয়েমেনি ড্রোন

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা। দুবাই বিমানবন্দর হচ্ছে আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অর্থনৈতিক স্থাপনা।

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একটি সামরিক সূত্র বলেছে, ইয়েমেনের সেনারা ও তাদের মিত্ররা দেশীয় প্রযুক্তিতে তৈরি দূর পাল্লার সামাদ-৩ ড্রোন দিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। গতকাল (সোমবার) সন্ধ্যায় এ হামলা হয়।

দুবাই বিমানবন্দর

এর আগে, গত ২৬ জুলাই ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা মিত্র সেনারা একই ধরনের ড্রোন ব্যবহার করে আরব আমিরাতের রাজধানী আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছিল।

ইয়েমেনি বিমান বাহিনীর মুখপাত্র আবদুল্লাহ আল-জাফারি সে সময় বলেছিলেন, ড্রোন হামলার কারণে আবুধাবি বিমানবন্দরে বিমান ওঠানামার কার্যক্রম স্থগিত হয়েছে এবং সেটাই ছিল ইয়েমেনি সেনাদের পক্ষ থেকে কোনো বিমানবন্দরে প্রথম ড্রোন হামলা। তিনি বলেছিলেন, যেসব দেশ ইয়েমেনের ওপর আগ্রাসন চালাচ্ছে তাদের সবার বিরুদ্ধে ড্রোন হামলা চালানো হবে।#

পার্সটুডে/এসআইবি/২৮