আবার সিরিয়ায় হামলার আগে দু’বার ভাববে ইসরাইল: মিকদাদ
(last modified Thu, 27 Sep 2018 12:41:53 GMT )
সেপ্টেম্বর ২৭, ২০১৮ ১৮:৪১ Asia/Dhaka
  • সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ
    সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ

সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, তার দেশ অচিরেই রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করার পর সিরিয়ায় বিমান হামলা চালানোর আগে দু’বার ভাববে ইহুদিবাদী ইসরাইল।

আগামী দু’সপ্তাহের মধ্যে রাশিয়ায় তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা- এস-৩০০ সিরিয়ায় পৌঁছাবে বলেও জানিয়েছেন তিনি।

ফয়সাল মিকদাদ রাজধানী দামেস্কে বলেন, নানা অজুহাতে সিরিয়ায় একের পর এক বিমান হামলা চালাতে অভ্যস্ত হয়ে পড়েছে ইসরাইল। কিন্তু এস-৩০০ মোতায়েন করার পর সিরিয়ায় আবার হামলা চালানোর আগে তেল আবিবকে ভেবেচিন্তে কাজ করতে হবে।

রাশিয়ায় তৈরি এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গত সোমবার মস্কোয় বলেন, তার দেশ শিগগিরই সিরিয়াকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করবে। এই ব্যবস্থা সিরিয়ায় বিমান হামলা চালানো কঠিন হয়ে পড়বে বলে তিনি জানান।

সিরিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে এর ১৫ আরোহীর সবাই নিহত হওয়ার এক সপ্তাহ পর শোইগু ওই ঘোষণা দেন। মস্কো রুশ বিমান বিধ্বস্ত হওয়ার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭

ট্যাগ