জাতিসংঘে সবাই চায় বাশার আসাদ ক্ষমতায় থাকুক: লেবাননের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i65482-জাতিসংঘে_সবাই_চায়_বাশার_আসাদ_ক্ষমতায়_থাকুক_লেবাননের_প্রেসিডেন্ট
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, জাতিসংঘের সব সদস্য বাশার আসাদকেই সিরিয়ার প্রেসিডেন্ট বলে মনে করে এবং তারা চায় বাশার আসাদই দেশটির ক্ষমতায় থাকুক।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
নভেম্বর ০১, ২০১৮ ১৬:০২ Asia/Dhaka
  • মিশেল আউন
    মিশেল আউন

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, জাতিসংঘের সব সদস্য বাশার আসাদকেই সিরিয়ার প্রেসিডেন্ট বলে মনে করে এবং তারা চায় বাশার আসাদই দেশটির ক্ষমতায় থাকুক।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে বৈঠক করবেন বলে যে খবর বেরিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, শরণার্থীদের প্রত্যাবর্তন নিয়ে বৈঠক জরুরি। কিন্তু এ ক্ষেত্রে আরব লীগ বাধা হয়ে আছে। তিনি বলেন, সিরিয়ার সঙ্গে লেবাননের অভিন্ন স্বার্থ রয়েছে। দেরিতে হলেও সীমান্ত ক্রসিং পয়েন্ট 'নাসিব' খুলে দেওয়া হয়ে।

সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে পড়ার পর দেশটির বিপুল সংখ্যক মানুষ সীমান্ত পেরিয়ে লেবাননে আশ্রয় নিয়েছে।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সিরিয়ার সরকারের আহ্বানে সন্ত্রাসবিরোধী যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১