ইরানে ঐক্য সম্মেলনে বক্তব্য দিলেন হামাস নেতা হানিয়া; আরবদের হুঁশিয়ারি
(last modified Sat, 24 Nov 2018 12:14:45 GMT )
নভেম্বর ২৪, ২০১৮ ১৮:১৪ Asia/Dhaka
  • হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া
    হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিরুদ্ধে আরব দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, সব রকমের প্রচেষ্টা জোরদার করতে হবে যাতে দখলদার ইসরাইল মুসলিম বিশ্বে অনুপ্রবেশ করতে না পারে।

হামাস নেতা হানিয়া বলেন, “দখলদার ইসরাইল হচ্ছে মুসলিম বিশ্বের অভিন্ন শত্রু। তাদেরকে বয়কট করা, তাদের অপরাধ তুলে ধরা এবং মুসলিম সমাজের ভেতরে তাদের অনুপ্রবেশ প্রতিরোধ করা আমাদের সবার দায়িত্ব। মুসলিম বিশ্বের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রাতিষ্ঠানিক অথবা সামাজিক ক্ষেত্রে সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টাকে অবশ্যই আমাদের প্রত্যাখ্যান করতে হবে।” বায়তুল মুকাদ্দাসকে ইহুদিকরণের প্রচেষ্টাও রুখে দেয়ার জন্য তিনি মুসলমানদের প্রতি আহ্বান জানান।

তেহরানে অনুষ্ঠিত ইসলামি ঐক্য সম্মেলনে অংশ নেয়া ব্যক্তিদের একাংশ

ইরানের রাজধানী তেহরান অনুষ্ঠিত ৩২তম ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে গাজা থেকে ভিডিও লিংকের মাধ্যমে দেয়া বক্তৃতায় হামাস নেতা এসব কথা বলেন। কিছু আরব দেশ যখন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালাচ্ছে তখন ইসমাইল হানিয়া এ কঠোর হুঁশিয়ারি দিলেন। এসব দেশ এক সময় ইসরাইলকে শত্রু মনে করত এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন দিলেও এখন তারা নিজেরাই ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে আগ্রহী।#

পার্সটুডে/এসআইবি/২৪

ট্যাগ